Income Tax: ভারতের আয়কর বিভাগ সম্প্রতি টিসিএসের হাজার হাজার কর্মীকে আয়করের নোটিশ পাঠিয়েছে। দেশের সবথেমে বড় আইটি সংস্থা (TCS Employee) এই টাটা কনসালট্যান্সি সার্ভিসের কর্মীদের লাখ লাখ টাকা আয়কর বকেয়া দেখিয়ে নোটিশ (Income Tax Notice) পাঠিয়েছে আয়কর বিভাগ। ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত আয়করের ডিমান্ড নোটিশ পাঠানো হয়েছে কর্মীদের।
সংস্থা এই কর পেমেন্টে অস্বীকার করেছে
একটি সংবাদ প্রতিবেদন অনুসারে দেশের সবথেকে বড় আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিস তাদের হাজার হাজার কর্মীকে নির্দেশ দিয়েছে যাতে তারা আয়কর বিভাগের পক্ষ থেকে নোটিশ পেলেও তার কোনও জবাব না দেন। এখনই এই আয়করের ডিমান্ড অনুযায়ী কর না দেওয়ার নিদান দিয়েছে টিসিএস সংস্থা। আয়কর বিভাগের পক্ষ থেকে কোনও স্পষ্ট বয়ান না পাওয়া পর্যন্ত কোনও কর্মী যেন এই আয়কর বিভাগের ডিমান্ডের বিনিময়ে কর জমা না করে দেন, এমনই নির্দেশ দিয়েছে টাটা কনসালট্যান্সি সার্ভিসের কর্তৃপক্ষ।
৩০ হাজার কর্মী পেয়েছেন এই নোটিশ
সেই প্রতিবেদনে জানানো হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে টিসিএসের মোট ৩০ হাজার কর্মীকে এই ট্যাক্স ডিমান্ড নোটিশ পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে টাটা কনসালট্যান্সি সার্ভিসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু সংবাদমাধ্যমে বলা হয়েছে যে সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগ সমস্ত কর্মীকে একটি ইমেলের মাধ্যমে জানিয়েছেন যাতে তারা এই ডিমান্ড নোটিশ পেয়ে এখনই কর জমা না করেন যতক্ষণ পর্যন্ত সংস্থার পক্ষ থেকে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে।
চতুর্থ ত্রৈমাসিকের টিডিএসের সঙ্গে জুড়ে এই বিষয়টি
ইমেলে টিসিএসের এইচআর বিভাগ কর্মীদের জানিয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে যে টিডিএস জমা করা হয়েছিল, আয়করের এই ট্যাক্স ডিমান্ড নোটিশ সেই বিষয় সম্পর্কিত। সংস্থার পক্ষ থেকে এই নোটিশ পাঠানোর কারণ স্পষ্টভাবে জানা হবে, তারপর তা সমাধানের চেষ্টা করা হবে। সেই সময় পর্যন্ত কোনও কর জমা না করার নিদান দিয়েছেন টিসিএস কর্তৃপক্ষ।
আবার নতুন করে রিটার্ন ফাইল প্রসেস করা হবে
টিসিএস সংস্থা তাদের কর্মীদের জানিয়েছে যে আয়কর বিভাগের কাছে এই বিষয়ে ইতিমধ্যেই তারা অভিযোগ জানিয়েছেন। বৃহস্পতিবার কর্মীদের এই ইমেল পাঠানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। খবরে বলা হয়েছে তার পরের দিন অর্থাৎ শুক্রবার কর্মীদের আরেকটি মেলে জানানো হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে যে আয়কর বিভাগের পক্ষ থেকে নতুন করে রিটার্ন প্রসেস করা হচ্ছে।
আরও পড়ুন: Gold Price Today: সপ্তাহান্তে সোনার গয়না গড়াবেন ? আজ রাজ্য জুড়ে কত দরে বিকোচ্ছে সোনা ?