Fraud Calls: অজানা নম্বর থেকে ফোন এলে তুলবেন না। হতে পারে বড় বিপদ ! সম্প্রতি দেশের সব মোবাইল ও টেলিফোন গ্রাহকদের উদ্দেশে এই বার্তা দিয়েছে সরকার।


Spam Calls: টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন,  ''অচেনা নম্বর থেকে ফোন এলে তুলবেন না। তবে কেউ যদি সে ই নম্বর থেকে নিজের পরিচয় জানিয়ে মেসেজ পাঠায় তবেই উত্তর দেবেন। সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে আপনি চিনলেই ফোন ধরবেন।'' ভুয়ো ও প্রতারণামূলক কল থেকে দেশবাসীকে বাঁচাতে এই অনুরোধ করেছেন টেলিকম মন্ত্রী।


Aswini Vaishnaw: প্রতারকদের ধরতে কী ব্যবস্থা নিয়েছে সরকার ?
দেশে ভুয়ো ও প্রতারণামূলক ফোন কল ধরতে ইতিমধ্য়েই বেশকিছপ পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এই বিষয়ে নিজেই জানিয়েছেন, টেলিকমমন্ত্রী। তিনি জানান, সরকারের বেশকিছু উদ্যোগ নেওয়ার ফলে ভুয়ো ও আর্থিক প্রতারণামূলক ঘটনা কমেছে। সাইবার প্রতারণা ও স্প্যাম কল রুখতে সম্প্রতি 'সঞ্চার সাথী' পোর্টাল খুলেছে সরকার। এই নতুন উদ্যোগের ফলে ৪০ লক্ষ ভুয়ো সিম কার্ড ও ৪১০০০ সিম এজেন্টকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।  


Whatsapp Fraud: হোয়াটসঅ্যাপে চলছিল এই প্রতারণাচক্র
সম্প্রতি বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ স্প্যাম কলে তিতিবিরক্ত হয় দেশবাসী। পরবর্তীকালে ভুয়ো ও প্রতারণামূলক কল রুখতে ৩৬ লক্ষ মোবাইল কানেকশন ব্লক করে দেয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।  


Tech News: মাত্র এক সপ্তাহতেই বদলে গিয়েছে পরিস্থিতি। বিদেশি নম্বর থেকে ভুয়ো কলে নাজেহাল অবস্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। বেগতিক দেখে এবার সংস্থাকেই জবাবদিহি করতে বলেছে সরকার। ইউজারদের সুরক্ষায় তাই নতুন কৌশল অবলম্বন করতে চলেছে সংস্থা। 


WhatsApp Spam Calls: প্রতারকদের থেকে কীভাবে বাঁচবেন ইউজাররা
হোয়াটসঅ্যাপ বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্বব্যাপী 2 বিলিয়নেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি, অনেক ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিদেশি নম্বর থেকে অনেক কল পেয়েছেন। বেশিরভাগ কল ইন্দোনেশিয়া (+62), ভিয়েতনাম (+84), মালয়েশিয়া (+60), কেনিয়া (+254) এবং ইথিওপিয়া (+251) থেকে এসেছে। ভারত সরকারও হোয়াটসঅ্যাপের কাছে এর উত্তর চেয়েছে। পরিস্থিতি বুঝে সংস্থা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে । এবার থেকে AI টুলের সাহায্যে বিদেশি নম্বর থেকে স্প্যাম কলগুলি ব্লক করবে হোয়াটসঅ্যাপ।  AI ও ML প্রযুক্তি ব্যবহার করা হবে স্প্যাম কল রুখতে।


আরও পড়ুন : Honda Elevate SUV: ভারতে প্রকাশ্যে এল হন্ডা এলিভেট, দারুণ ডিজাইনের সঙ্গে আনল এই বৈশিষ্ট্য