কলকাতা : বালেশ্বরে রেল বিপর্যয়ের (Balasore Train Accident) দিন কোন রেলকর্মীরা উপস্থিত ছিলেন সকালের ডিউটিতে, কারা ছিলেন বিকেলে ? উপস্থিত হওয়া রেলকর্মীদের তালিকা তৈরি করল সিবিআই (CBI)। এমনই খবর সূত্রের। সূত্রের আরও খবর, কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সিবিআইয়ের প্রশ্ন, দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে (Panel Control Room) ? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন ? সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। ১০ সদস্যের সিবিআই টিম এর আগেই পৌঁছয় বালেশ্বরে। টিমের নেতৃত্বে আছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর (CBI Joint Director) বিপ্লব চৌধুরী।
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, ৩ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেসের। সাধারণ সম্পাদক জয়রাম রমেশের ট্যুইট, মোদি সরকার ডেডলাইন পূরণ করতে পারে না বলে, হেডলাইন ম্যানেজ করে। ২০১৬-র ২০ নভেম্বর, ইন্দোর-পাটনা এক্সপ্রেস কানপুরে বেলাইন হয়ে দেড়শো জনের মৃত্যু হয়। ২৩ জানুয়ারি, ২০১৭-য় তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু NIA তদন্তের দাবি করেন। ২৪ ফেব্রুয়ারি, ২০১৭-য় প্রধানমন্ত্রী বলেন, কানপুর দুর্ঘটনা ষড়যন্ত্রের ফল। ৬ জুন, ২০২৩, NIA তদন্তের চূড়ান্ত রিপোর্ট নিয়ে কোনও খবর নেই। একবার এই ঘটনাক্রমকে স্মরণ করুন। ট্যুইট জয়রাম রমেশের। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত শুরুর পর ট্যুইট করেন কংগ্রেস নেতা।
আরও পড়ুন ; রেলের সেফটি কমিশন থাকতে তদন্তে CBI কেন? ট্রেন দুর্ঘটনায় সুর চড়াল কংগ্রেসও