Elon Musk India Visit: ভারত সফর নিয়ে কদিন আগেই মুখ খুলেছেন টেসলার প্রধান (Elon Musk)। দেশে বড় বিনিয়োগ করতে চলেছে এই বিশ্বের নামকরা এই ইভি কোম্পানি (Tesla)। শোনা যাচ্ছে,ভারতে প্রাথমিকভাবে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ (Investment) করতে চলেছে টেসলা।
প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে মাস্কের কথা
এলন মাস্ক ভারতে তার আসন্ন সফরকালে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগের বিষয়ে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার জন্য আসছেন মাস্ক। ভারতীয় বাজারে প্রায় 3 বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁর। প্রাথমিকভাবে একটি নতুন প্রোডাকশন ইউনিট প্রতিষ্ঠার জন্য এই টাকা বিনিয়োগ হবে দেশে ।
এই বিষয়ে কী খবর দিচ্ছে সংবাদ সংস্থা
রয়টার্সের রিপোর্ট বলছে, ভারতের বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মাস্কের সফরটি কৌশলগতভাবে সময়োপযোগী। এরফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বয়ংচালিত গাড়ির বাজার হতে পারে ভারত। বর্তমানে টাটা মোটরস এই ইভির বাজারকে নেতৃত্ব দিচ্ছে।
কী কারণে মাস্কের ভারত সফর নিয়ে এত উৎসাহ
ভারত বর্তমানে ইভি গাড়ি তৈরির ক্ষেত্রে একটি লক্ষ্যমাত্রা নিয়েছে। 2030 সালের মধ্যে নতুন গাড়ি বিক্রয়ের 30 শতাংশ ইলেকট্রিক গাড়ি চাইছে দেশ। সেই কারণে ভারতে আগ্রহ দেখিয়েছেন মাস্ক। টেসলা গাড়ির মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনে বিক্রি কমায় এখন বিশ্বের অন্য বাজারের নজর দিয়েছে টেসলা। সম্প্রতি বিশ্বে কোম্পানির কর্মীদের ১০ শতাংশ ছাঁটাই নির্দেশ দিয়েছেন এলন মাস্ক। কদিন আগেই এসেছে এই মেল।
ভারত সরকার নতুন ইভি নীতি ঘোষণা করার পরেই টেসলার ভারতে প্রবেশ নিয়ে আলোচনা বেড়েছে । সম্প্রতি টেসলার একটি দল শীঘ্রই প্ল্যান্টের জায়গা খুঁজতে ভারত সফর করতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। অনেক রাজ্য টেসলার প্ল্যান্টের জন্য তাদের পক্ষে আলোচনা করছে।
এলন মাস্কের সঙ্গে বৈঠকের কথাও এই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,''২০১৪ সালে দেশে ২০০০টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। ২০২৩-২৪ সালে এই সংখ্যা ১২ লক্ষে পৌঁছেছিল। বিদেশি বিনিয়োগ স্বাগত জানাই। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। টাকা যারই হোক না কেন ঘাম দেশের মাটির গন্ধ আমার দেশেরই থাবে। এটি আর্থিক পরিবেশকে বিকশিত করতে সাহায্য করবে।'' এই প্রসঙ্গে অ্যাপল ও স্যামসাংয়ের বিনিয়োগের উদাহরণও দিয়েছেন তিনি।
Tesla Layoffs: ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই, এবার টেসলায় কাজ হারাবেন বহু