Modi Trump Relation: মোদির সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবেন ট্রাম্প। সাময়িক সময়ে ভারতের প্রধানমন্ত্রী যা করছেন, তা অবশ্য তাঁর মোটেই পছন্দ নয়। কিন্তু ভারত এবং মার্কিং যুক্তরাষ্ট্রের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাই চিন্তার কিছু নেই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বন্ধুত্বপূর্ণ বার্তাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মোদির সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, 'আপনারা জানেন মোদির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। উনি মহান। কয়েক মাস আগেই এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে সাংবাদিক বৈঠকও করেছি।' ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনে ট্রাম্প কি প্রস্তুত? হোয়াইট হাউসে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আমি সবসময় চাই। আমি মোদির সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখব। উনি একজন মহান প্রধানমন্ত্রী। আমি সবসময় ওর বন্ধু থাকব। কিন্তু এই বিশেষ মুহূর্তে উনি যা করছেন তা আমার পছন্দ নয়। কিন্তু ভারত এবং মার্কিং যুক্তরাষ্ট্রের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। চিন্তার কিছু নেই।' 

 

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন মিটে যোগ দিতে সম্প্রতি চিনের তিয়ানজিনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিং পিং- এর সঙ্গে বৈঠক হয় তাঁর। তিন রাষ্ট্রনায়কের একসঙ্গের একটি ছবি Truth Social অ্যাকাউন্টে পোস্ট করে ট্রাম্প লিখেছিলেন, ভারত এবং রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চিনের কাছে হারালেন। এখানেই শেষ নয়, ভারতে যে বিপুল পরিমাণে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে, সেই ব্যাপারেও তিনি যে মনক্ষুণ্ণ, তাও বুঝিয়ে দিয়েছিলেন ট্রাম্প। আর এই কারণে ভারতের উপর উচ্চ পরিমাণের শুল্ক, ৫০ শতাংশ চাপানো হবে বলেও জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।