Equity Mutual Fund: বাজারে এখন ক্রমেই বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা। শেয়ার বাজারে সরাসরি শেয়ারে বিনিয়োগ করার থেকে মানুষ এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপরেই ঝুঁকছেন বেশি করে। আর এমন অনেক ফান্ড থেকেই দারুণ রিটার্ন (Mutual Fund) পেয়েছেন বিনিয়োগকারীরা। আর এক বছরের মেয়াদে ৫টি মিউচুয়াল ফান্ডে (Equity Mutual Fund) বিনিয়োগকারীরা পেয়েছেন ৬৫ শতাংশেরও বেশি রিটার্ন। এই ৫টি ফান্ডের মধ্যে রয়েছে ভ্যালু ফান্ড, স্মলক্যাপ ফান্ড এবং মিডক্যাপ ফান্ড। দেখে নিন কোন কোন ফান্ডে মিলেছে ব্যাপক রিটার্ন।


Quant Value Fund


এক বছরের মেয়াদে দেখতে গেলে এই কোয়ান্ট ভ্যালু ফান্ডে এসেছে দারুণ রিটার্ন। মাত্র এক বছরের মধ্যেই এই ফান্ডে মিলেছে ৭২.৬১ শতাংশ রিটার্ন। গত মাসের শেষ দিন পর্যন্ত এই ফান্ডের সম্পদের পরিমাণ ছিল ১৯১৪ কোটি টাকা।


Bandhan Small Cap Fund


কোয়ান্টের পরেই বন্ধন ব্যাঙ্কের এই ফান্ডের কথা বলতে হয়। রিটার্নের দিক থেকে এই ফান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। এই ফান্ডেই ৭১.০৭ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৫৮৮০ কোটি টাকা এখন এই ফান্ড হাউজের সম্পদের পরিমাণ।


ITI Midcap Fund


এই আইটিআই মিডক্যাপ ফান্ডে ৬৮.৫০ শতাংশ রিটার্ন এসেছে এক বছরের মেয়াদে। এই ফান্ডও সেরা রিটার্নের তালিকায় তৃতীয় স্থানে।


Motilal Oswal Midcap Fund


মতিলাল অসওয়ালের ফান্ড হাউজে অনেক ভাল ফান্ড রয়েছে বাজারে। এর মধ্যে এই মিডক্যাপ গোত্রের ফান্ডে এক বছরের মেয়াদে এসেছে ৬৮.০৬ শতাংশ রিটার্ন। অন্যান্য বেঞ্চমার্ককে ছাপিয়ে গিয়েছে এই ফান্ড।


JM Midcap Fund


এই তালিকায় সবথেকে নিচে অর্থাৎ পঞ্চম স্থানে উল্লেখ করতে হয় এই জেএম মিউচুয়াল ফান্ডের নাম। ৬৫.৪৭ শতাংশ রিটার্ন এসেছে এই ফান্ডে, তাও মাত্র এক বছরের মধ্যেই।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Stock Market Closing: ৪ দিনের পতন কাটিয়ে দৌড় শুরু বাজারে, এই সেক্টরের স্টকে ফিরল গতি