Penny Stock: দামের দিক থেকে অনেক কম। অনেক সস্তায় কিনতে পাওয়া যায় এই স্টকগুলি, কিন্তু অনেকেই ঠিক ভরসা করতে পারেন না। বিনিয়োগকারীদের কাছে অনেকক্ষেত্রেই এই কোম্পানিগুলির সম্পর্কে যথাযথ তথ্য থাকে না। কিন্তু তার পরেও প্রচুর টাকার মুনাফা দেয় এমন বেশ কিছু পেনিস্টক (Multibagger Pennystock)।


২০২৩ সালে এমন ১০টি স্টক প্রায় ২৫০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে, এবার জানা গেল আরও কয়েকটি পেনিস্টকের নাম যা কিনা ৩ বছরে প্রায় ৫২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। কোন পেনিস্টক ? শুধু এটাই নয়, আরও বেশ কিছু পেনিস্টক রয়েছে যা বিরাট মুনাফা এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আপনার পোর্টফোলিওতে রেখেছিলেন কী ?


ইলেক্ট্রোস্টিল কাস্টিং


২০২১ সালে ইলেক্ট্রোস্টিল কাস্টিং (Electrosteel Casting) নামের এই পেনিস্টকের দাম ছিল মাত্র ২১.৫ টাকা আর ২০২৪ সালের জানুয়ারিতে এসে তা বেড়ে হয়েছে ১৩৪ টাকা। অর্থাৎ প্রায় ৫২৫ শতাংশ রিটার্ন। হিসেব করলে দাঁড়ায় কেউ যদি ২০২১ সালে এই পেনিস্টকে (Multibagger Pennystock) ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তবে ৩ বছরে সেই টাকা বেড়ে দাঁড়াত ৬২,৫০০-তে।


২০২৩ সালের ডিসেম্বরে ৬ শতাংশ পতন দেখা গেলেও নতুন বছর শুরু হতেই জানুয়ারিতে প্রায় ১৩ শতাংশ উত্থান লক্ষ করা যায় স্টকের দামে। ২০২৩ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই স্টকের দাম ১০০ শতাংশ বেড়েছে বলেই জানা গিয়েছে।


বিকাশ লাইফকেয়ার


এছাড়াও আরেকটি মাল্টিব্যাগার পেনিস্টক এই বিকাশ লাইফকেয়ার (Vikash Lifecare)। ১০ টাকারও কম দামের এই স্টকের দাম বিগত ৬ মাসে বেড়েছে প্রায় ১২০ শতাংশ। গত ১ বছরের প্রেক্ষিতে এই স্টক বিনিয়োগকারীদের দিয়েছে প্রায় ৫৫ শতাংশ রিটার্ন। নিছক গত এক মাসেই এই স্টকের দাম ৪.৯৫ টাকা থেকে বেড়ে হয় ৭.৪৫ টাকা। যা কিনা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি।


গুজরাত টুলরুম


মাত্র এক বছরের মধ্যেই ১২.৬৫ টাকা থেকে এই পেনিস্টকের (Gujarat Toolroom) দাম বেড়ে দাঁড়ায় ৬২.২৮ টাকায় অর্থাৎ যা কিনা প্রায় ৪০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। বিগত তিন মাসের হিসেবে এই পেনিস্টকটি ২৪.৯০ টাকা থেকে প্রায় ১৫০ শতাংশ বেড়ে হয়েছে ৬২.২৮ টাকা। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি এই স্টকে তিনমাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনি প্রায় ২.৫ লক্ষ টাকা ফেরত পেতেন।


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: Stocks to Buy: আজ কি বাজারে নয়া মাইলস্টোন? লাভ দিতে পারে কোন স্টক?