কলকাতা: মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে (High Court) আবেদন করেছেন সন্দেশখালির (Sandeshkhali ED Raid) তৃণমূল নেতা শেখ শাহজাহান। শুনানির সময় শেখ শাহাজাহানের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? শেখ শাহজাহানের আইনজীবীর সওয়াল, 'আমি ইসিআইআর দেখিনি, আমাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক।'
এই মামলায় কেস ডায়েরি তলব করল আদালত, আগামী কাল ফের শুনানি। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তর। রাজ্য এখনো ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কি করে ? প্রশ্ন বিচারপতির। তিনি বিস্ময়প্রকাশ করে বলেন, 'শেখ শাহজাহান বাড়ির ভেতর থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অথচ পুলিশ বাড়ির ভেতর ঢুকলই না, বাড়িতে না ঢুকেই স্বতঃপ্রণোদিত এফআইআর।' পাশাপাশি রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, 'এফআইআর দায়ের হওয়ার পরে বাড়ি সিল করেননি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। ৩০৭ ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল।'
হামলার দিনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা গিয়েছে কিনা তা জানতে চেয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতির। তার উত্তরে রাজ্য জানায়, 'এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা গিয়েছে।' তখন বিচারপতি প্রশ্ন করেন, '১ হাজার জনের মধ্যে চারজন গ্রেফতার হয়েছে। তাইতো?' মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন, রাজ্যের উদ্দেশে মন্তব্য বিচারপতির
শুভেন্দুর তোপ:
বিরোধী দলনেতার সাফ অভিযোগ, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আড়াল করছে রাজ্য পুলিশই। 'ওই সুন্দরবন এলাকায় যদি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে তবে মিলবে। পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে।', তোপ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
সম্প্রতি শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবিত ন্যাজাট থানা ঘেরাও করে আন্দোলন করেছিল বিজেপি। সেই থানা ঘেরাও কর্মসূচির জেরে সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার-সহ তাঁর দলের নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে বসে পড়েন রাস্তায়। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোয়, সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।
আরও পড়ুন: থানা ঘেরাও কর্মসূচির জের, সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা