IT Company Salary: বিশ্বজুড়ে ছাঁটাইয়ের মাঝেই ঘটছে ব্যতিক্রমী ঘটনা। সব জায়গায় যখন আইটি সেক্টরে গেল গেল রব, তখন কর্মীদের বেতন বৃদ্ধি করছে এই কোম্পানি।


সম্প্রতি ফের একবার কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইটি জায়ান্ট Cognizant। সংবাদ মাধ্যমের রিপোর্টের ওপর ভরসা করলে, এই নিয়ে ১৮ মাসে তিনবার বেতন বাড়ল কগনিজেন্টের কর্মীদের। সর্বভারতীয় এক সংবাদপত্রের রিপোর্ট বলছে, এই বেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এখন যার ফল পাচ্ছেন কর্মীরা। 


Salary Hike: বেতন বৃদ্ধি নিয়ে কী বলছেন কোম্পানির সিইও ?
কগনিজেন্টের  বেতন বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই মেইল করেছেন সিইও এস রবিকুমার। তিনি বলেছেন, '' এই সপ্তাহে যারা অ্যাসোসিয়েট ডিরেক্টর পর্যন্ত লেভেলে কোম্পানিতে রয়েছেন, তারা ২০২৩ মেরিট পে ইলেটার পাবেন। মনে রাখবেন, আমরা বছরের শেষের পারফরম্যান্স পর্যালোচনা করে বছরের ছয় মাস আগে এই সিদ্ধান্ত নিয়েছি। যার অর্থ, আপনারা অনেকেই ১৮ মাসে আপনার তৃতীয় বার বৃদ্ধি দেখতে পাচ্ছেন।” 


TCS উচ্চ পারফরমারদের ১২-১৫ শতাংশ বেতন বৃদ্ধি করবে
এর আগে TCS-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মিলিন্দ লাক্কাদ, এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানান, কোম্পানির ভাল পারফরমাররা FY24-তে ১২-১৫ শতাংশ বৃদ্ধির আশা করতে পারেন। অন্যদের জন্য, ১.৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত হতে পারে বেতন বৃদ্ধি। লাক্কাদ বলেন, কোম্পানির বেতন বৃদ্ধি  এই বছর আমরা যা দিয়েছি একই রকম হবে। বিশেষ করে ভাল পারফরমারদের জন্য আমরা ১২-১৫ শতাংশ বৃদ্ধি করব। বাকিরা তারপর ৮, ৫, ১.৫ শতাংশ বেতনে বৃদ্ধি দেখতে পাবেন। ''  


Layoffs: দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। এমনিতেও মেটা সিইও মার্ক জুকেরবার্গ কর্মদক্ষতার উপর জোর দিয়েছেন, এটাই এখন সংস্থার লক্ষ্যমাত্রা। আর সংস্থায় দক্ষ কর্মী রাখার জন্যই নতুন করে কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। 


শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 


আরও পড়ুন : ChatGPT Update: সুবিধা না অসুবিধার কারণ ? কর্পোরেট সেক্টরের ঘুম ছোটাল চ্য়াটজিপিটি ! হতে পারে এই বিপদ