Share Market: সংস্থার নামের সঙ্গে জড়িয়ে আছে বাবা রামদেবের নাম। আর এই সংস্থাই এবার ভারতের বাজারে আইপিও আনতে চলেছে। জানা গিয়েছে এই আইপিওর (Upcoming IPO) প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৮০-৮৫ টাকা। আগামী সোমবার ১৫ এপ্রিল বাজারে আসতে চলেছে এই আইপিও। কোন সংস্থার আইপিও ? বিনিয়োগে লাভ হবে কি ?
সংস্থার নাম
এই সংস্থার নাম রামদেববাবা সলভেন্ট (Ramdevbaba Solvent IPO)। ১৫ এপ্রিল এই সংস্থার আইপিও আসবে বাজারে। আইপিওতে বিড করা যাবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। এই আইপিওতে প্রতিটি শেয়ারের ফেসভ্যালু থাকছে ১০ টাকা, এক লটে থাকছে ১৬০০ শেয়ার। অর্থাৎ কেউ এতে বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম তাঁকে ১৬০০ শেয়ার কিনতেই হবে। এই সংস্থাটি মূলত রাইস ব্র্যান অয়েল প্রস্তুতি, বিপণন ও মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত। এম্পায়ার স্পাইসেস অ্যান্ড গুডস, ম্যারিকো, মাদার ডেয়ারি ইত্যাদি বড় বড় সংস্থাকে রামদেববাবা সলভেন্ট (Ramdevbaba Solvent IPO) সংস্থা রাইস ব্র্যান অয়েল সরবরাহ করে থাকে। বাজারে ৩৮টি আলাদা আলাদা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংস্থা 'তুলসী' ও 'সেহত' নামে দুটি আলাদা ব্র্যান্ডের রাইস ব্র্যান অয়েল বিক্রি করে থাকে। মূলত মহারাষ্ট্র জুড়েই এই সংস্থার ব্যবসা ছড়িয়ে আছে।
কত অ্যালোকেশন আছে কাদের জন্য
রামদেববাবা সলভেন্ট আইপিওর জন্য সংস্থার পক্ষ থেকে ১১,২০,০০০ ইকুইটি শেয়ার রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, খুচরো বিনিয়োগকারীদের জন্য রাখা রয়েছে ১৯,৬০,০০০ ইকুইটি শেয়ার এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে এই সংস্থার ৮,৪০,০০০ ইকুইটি শেয়ার।
সংস্থার আয়-ব্যয় কেমন
২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে এই সংস্থার মুনাফা বেড়েছে ৯৭.৪৫ শতাংশ এবং রেভিনিউ বেড়েছে ২০.৩৫ শতাংশ। এই সংস্থার (Ramdevbaba Solvent IPO) আইপিওর সাইজ ৫০.২৭ কোটি টাকা। এতে থাকছে ৫৯,১৩,৬০০ ইকুইটি শেয়ার যার ফেসভ্যালু থাকছে ১০ টাকা। এতে কোনও অফার ফর সেল সুযোগ থাকছে না। এই আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা সংস্থা আংশিক ঋণ পরিশোধের জন্য ব্যবহার করবে এবং সংস্থার ক্যাপিটালও সংগ্রহ করবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Mutual Fund: এই ফান্ডে বিনিয়োগ করলে ১ লাখ থেকেই পেতেন ৯.৬ লাখ টাকা, কত বছরে আসত এই রিটার্ন ?