Best Stocks to Buy: বাজারে এমন কিছু কিছু স্টক আছে যেগুলিতে খুব কম সময়েই বিপুল মুনাফা এসেছে। তেমন স্টকগুলিকেই বলা হয় মাল্টিব্যাগার স্টক। Healthy Life Agritec সংস্থার স্টকে এমনই চমকে দেওয়া রিটার্ন এসেছে। মাত্র ২ মাসের মধ্যেই এই স্টকের (Multibagger Stock) দাম বেড়েছে ৪৭০ শতাংশ। এপ্রিল ২০২৪ থেকে শুরু করে মে ২০২৪-এর মধ্যে এই স্টকের (Best Stock to Buy) দাম ৩.৮ টাকা থেকে বেড়ে হয়েছে ২১.৬৮ টাকা।


২০২৪ সালের শুরু থেকে এই স্টকের দাম (Multibagger Stock) বেড়েছে ৩০৯ শতাংশ। আর বিগত এক বছরের কথা বলতে হলে এই স্টকের দাম বেড়েছে ১৯০ শতাংশ। শুধুমাত্র জুন মাসেই Healthy Life Agritec সংস্থার স্টকের দাম ১৯.৫ শতাংশ এবং মে মাসে ১৫৯.৫ শতাংশ আর এপ্রিল মাসে ৮৪ শতাংশ বেড়েছে। এর আগে জানুয়ারি মাসে এই স্টকের দাম ১৯ শতাংশ বেড়েছিল এবং তারপর ফেব্রুয়ারি ও মার্চ মাসে যথাক্রমে ৩.৩ শতাংশ এবং ২২.৪৫ শতাংশ পড়ে গিয়েছিল এই স্টকের দাম।


দীর্ঘমেয়াদী দিক থেকে দেখলে বিগত ২ বছরে Healthy Life Agritec সংস্থার স্টকে ১৪৮.৬ শতাংশ রিটার্ন এসেছে। গতকাল ১০ জুন বাজারে এই স্টকের দাম (Best Stock to Buy) এর সর্বকালীন উচ্চতা ২১.৬৮ টাকার স্তর ছুঁয়ে ফেলে। ২০২৪ সালে ১৫ মার্চ এই স্টক সর্বনিম্ন স্তর ৩.৪৭ টাকা ছুঁয়ে ফেলে এবং সেখান থেকে আজকের দিনে ৫২৫ শতাংশ বেড়েছে এই স্টকের দাম।


তবে এই স্টক এখন ASM স্টেজ ১-এর অধীনে নজরবন্দি রয়েছে সেবির। মূলত এই সংস্থা মহারাষ্ট্রে কাঁচা দুধ, মুরগির মাংস এবং কৃষিজ পণ্য নিয়ে ব্যবসা করে। ২০১৯ সালে থানেতে প্রথম তৈরি হয় এই সংস্থা। ২০২১ সালে যেখানে সংস্থার অপারেশনস থেকে রেভিনিউ এসেছিল ৪.১২ কোটি টাকা, সেখানে ২০২২ সালের মার্চে সংস্থার রেভিনিউ দাঁড়ায় ২৬.১৬ কোটি টাকা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Mutual Fund: নয়া রেকর্ড ইকুইটি মিউচুয়াল ফান্ডে ! ৩৪ হাজার কোটির বিনিয়োগ- বাজারে ভরসা বাড়ছে মানুষের ?