সন্দীপ সরকার, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) চরম অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই অবশেষে এল স্বস্তির বার্তা। গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। আপেক্ষিক আর্দ্রতা কিছুতেই নামছে না। দরদরিয়ে ঘাম ভিজছে নিত্য যাত্রীরা। বাড়ি ফিরেও স্বস্তি নেই। ঠিক এমনই সময় বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ১৫, ১৬, ১৭ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। 


১৫, ১৬, ১৭ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ, আগামীকাল, পরশু হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলায়  বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।তবে শুক্রবার ১৪ জুন থেকে  হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে  ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে । তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই থাকবে অস্বস্তিকর আর্দ্রতা যুক্ত আবহাওয়া। 


আজও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,  বজ্রপাতের সতর্কতা


শনিবার থেকে আর তাপপ্রবাহ চলবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায়। দক্ষিণবঙ্গের সর্বত্রই চলবে বৃষ্টি। তবে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে  মুর্শিদাবাদ,পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায়।


আরও পড়ুন, তৃণমূলে যোগ দিলেন প্রধান সহ ৫, কোচবিহারে আরও ১ পঞ্চায়েত হাতছাড়া BJP-র


প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের পর মাঝে কিছুদিন বৃষ্টি হয়ে স্বস্তি ফিরেছিল। কিন্তু ফের জ্বালা ধরানো গরম ফিরে আসে দক্ষিণবঙ্গে। সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে, ক্রমশ গুমোট হয়ে আসে পরিস্থিতি। এদিকে কেরলে এসে গিয়েছে বর্ষা, বাংলায় আসবে কবে ? এই নিয়ে টানাপোড়েনের মাঝেই বৃষ্টি নিয়ে সুখবর দিল হাওয়া অফিস।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।