Share Market: শেয়ার বাজারে এমন অনেক শেয়ারই প্রকাশ্যে উঠে আসে যেগুলিতে খুব কম সময়ের মধ্যে বিপুল রিটার্ন মিলেছে। দ্বিগুণ বা তিনগুণ কিংবা তারও বেশি রিটার্ন মেলে এইসব স্টকে। এমনই একটি স্টকে এক বছরের মধ্যে এসেছে ৩০০ শতাংশ রিটার্ন। ইনফ্রাস্ট্রাকচার ও কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির একটি বড় সংস্থার শেয়ারেই এসেছে এই বিপুল রিটার্ন (Multibagger Stock)। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫০ শতাংশেরও বেশি পড়ে যায় এই শেয়ারের দাম। কিন্তু তারপর ফের দাম বাড়তে থাকে। ২০২৩ সালে এক বছরের মধ্যেই ৩০০ শতাংশ রিটার্ন এনে দেয় এই শেয়ার।


কোন সংস্থার শেয়ারে এমন বিপুল রিটার্ন


সংস্থার নাম প্যাটেল ইঞ্জিনিয়ারিং। বিগত ১২ মাসে এই প্যাটেল ইঞ্জিনিয়ারিং শেয়ারের দাম ১৪.৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৩.১০ টাকা। এক কথায়, ৩২২ শতাংশ রিটার্ন (Multibagger Stock)। ফেব্রুয়ারি মাসে এই বছরই এই শেয়ারের দাম ৭৯ টাকার নতুন উচ্চতা ছুঁয়েছিল। মার্চ মাসে সংস্থার কাছে জমা হয়েছে প্রচুর অর্ডার। আর তাই হয়ত এই দামের বৃদ্ধি। ২০২০ সালের মার্চ মাসে প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের (Patel Engineering) শেয়ারের দাম ছিল সর্বনিম্ন সীমায় ৭.১০ টাকায়। সেখান থেকে আজকের দিনে ৭৮৮ শতাংশ বেড়ে ট্রেড করছে শেয়ারের দাম।


সংস্থার ব্যবসা


১৯৪৯ সালে তৈরি হয় এই প্যাটেল ইঞ্জিনিয়ারিং সংস্থা যার সদর দফতর হল মুম্বইতে। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান সেক্টরে এই সংস্থা একটি বড় ভূমিকা রাখে। হাইওয়ে, ব্রিজ, টানেল, বাঁধ, বিমানবন্দর ইত্যাদি নানাবিধ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে সংস্থা কাজ করে থাকে।


সংস্থার পারফরম্যান্স


ডিসেম্বর ত্রৈমাসিক প্যাটেল ইঞ্জিনিয়ারিং (Patel Engineering) সংস্থার আর্থিক অবস্থা বেশ ভাল দাঁড়িয়েছিল। রেভিনিউ বেড়েছিল অনেকটাই। অপারেশনস থেকে রেভিনিউ আগের থেকে ১৩.২৩ শতাংশ বেড়ে হয়েছে ১০৫২ কোটি টাকা। অপারেটিং মুনাফা হয় ১৪২ কোটি টাকা। এমনকী এই সংস্থার ফিনাস কস্টও অনেকটা কমে হয়েছে ৮৭ কোটি টাকা। আর ৪৩ কোটি টাকার নেট মুনাফা হয়েছে প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Bharati Hexacom: Bharati Hexacom IPO-র সাবস্ক্রিপশন শুরু, কত চলছে জিএমপি ? কিনলে লাভ হবে ?