Multibagger Stock: ৬ টাকার স্টক এক বছরেই হল ১২৯ টাকা ! ১ লাখ রাখলে পেতেন ২১ লাখ

Stocks to Buy: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের এই সংস্থা Vuenow Infratech-এর শেয়ার বিনিয়োগকারীদের এক বছরে ২০০০ শতাংশেরও বেশি রিটার্ন এনে দিয়েছে। এই শেয়ারটি একসময় ছিল মাত্র ৬ টাকার স্তরে।

Continues below advertisement

Stock Market: ভারতের শেয়ার বাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের কোটিপতি করেছে। অল্প সময়ের (Multibagger Stock) মধ্যেই দিয়েছে দারুণ রিটার্ন। এমনই একটি মাল্টিব্যাগার স্টক বিপুল মুনাফা এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এই শেয়ারের নাম Vuenow Infratech। মাত্র ১ বছরের মধ্যেই (Stocks to Buy) এই স্টক ১ লাখকে বানিয়েছে ২১ লাখ টাকা। আপনার কেনা ছিল ?

Continues below advertisement

৬ টাকা থেকে ১২৯ টাকায় শেয়ারের দাম

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের এই সংস্থা Vuenow Infratech-এর শেয়ার বিনিয়োগকারীদের এক বছরে ২০০০ শতাংশেরও বেশি রিটার্ন এনে দিয়েছে। এই শেয়ারটি একসময় ছিল মাত্র ৬ টাকার স্তরে, সেখান থেকে এক বছরের মধ্যেই তা বেড়ে হয় ১২৯ টাকায়। গত শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারটি ১২৯.৩৭ টাকায় বন্ধ হয়েছে। গত এক মাসে শেয়ারের দাম বেড়েছে ৬৩ শতাংশ।

এক বছরে ২০০০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম

২০২৪ সালের ৪ মার্চ অর্থাৎ ঠিক আগের বছর বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম ছিল ৬.০৪ টাকা। আর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে এসে এই শেয়ারের দাম হয় ১২৯.৩৭ টাকা। এভাবেই এক বছরে এই একটি শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছেন ২০৪১.৮৮ শতাংশের মুনাফা। অর্থাৎ কেউ যদি ঠিক এক বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে তিনি আজকের দিনে পেতেন ২১ লক্ষ টাকারও বেশি। আর এভাবেই ৫০ হাজার টাকা বিনিয়োগ করা থাকলে আপনার রিটার্ন আসত ১ লক্ষ টাকা।

বাজার মূলধন কত

Vuenow Infratech সংস্থার বাজার মূলধন এখন রয়েছে ৩০০ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ছিল ১৯৬.৯৫ টাকা আর তা ছিল ২০২৪ সালের ২৮ অক্টোবর তারিখে। আর এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ছিল ৬.০৪ টাকায়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Best Stocks To Buy: ১০০ টাকার নীচে দাম, সোমবার কিনতে পারেন এই ৪ স্টক

Continues below advertisement
Sponsored Links by Taboola