কলকাতা: নারী দিবসের দিন রাজ্য়ের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণী চিকিৎসকের মা। বললেন,নিরাপত্তা, সুরক্ষা এই কথাগুলো পশ্চিমবঙ্গে অচল। পাশাপাশি, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করার আর্জিও জানিয়েছেন। 

৯ অগাস্ট থেকে ৯ই মার্চ, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বর্বরোচিত ঘটনার ৭ মাস পূর্ণ হল। তার আগে, শনিবার, আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রকৃত বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানালেন নিহত তরুণী চিকিৎসকের মা। তাঁর কথায়, নিরাপত্তা, সুরক্ষা এই ব্য়বস্থাটা যে আমাদের পশ্চিমবঙ্গে এই কথাগুলোই যে অচল, সেটা আমার মেয়ে জ্বলন্ত উদাহরণ। প্রধানমন্ত্রীর কাছে আর্জি রাখব, যে, যদি আমার মেয়ের ন্য়ায় বিচারের জন্য় আমি একটু আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাঁর সঙ্গে কথা বলতে চাই, যদি উনি ওঁর মূল্য়বান সময় থেকে আমার জন্য় একটু সময় বের করে আমায় সময় দেন, তাহলে আমি খুব আমি কৃতজ্ঞ থাকব ওঁর কাছে।২০২৪-এর ৯ই অগাস্ট, আর জি কর হাসপাতালের বুকে ঘটে যায় নারকীয় হত্য়াকাণ্ড। কর্তব্য়রত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায়, মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কিন্তু, সেই ঘটনার পর, ৭ মাস পেরতে চলল। এখনও অধরা অনেক প্রশ্নের উত্তর। আন্তর্জাতিক নারী নিরাপত্তার দিন সেই সব প্রশ্নই ফের উস্কে দিলেন নিহত তরুণী চিকিৎসকের মা। তিনি বলেন, "নারীদের একটা দিন না, নারীরা সব দিন সমান। একটা দিন শুধু পালন করলাম, আর নারীদের সুরক্ষা দিতে পারলাম না, ওটা কোনও কাজ নয়।  কর্মরত একজন চিকিৎসক, তাঁর ডিউটির জায়গাতেই, দ্বিতীয় বাড়িতেই তাঁকে ধর্ষণ হতে হয়েছে, খুন হতে হয়েছে, ৭ মাস পরও সেটার সুরাহা পাচ্ছি না। মালদায়...সিভিক ভলান্টিয়ার মেরেছে। এটা দেখেছি ভিডিওতে, সিভিক ভলান্টিয়ার দৌরাত্ম্য বেড়েই চলেছে।''

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক-বিরোধীর তরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে। নারী দিবসেও তার অন্যথা হল না। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS. বাংলাতে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ করতে, ঝাপিয়ে পড়েছে RSS। ২৬-এর বিধানসভা ভোটের আগে যখন এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে, তখন ইজেডসিসি-তে RSS-পন্থী মহিলা সংগঠন 'বঙ্গ নারী শক্তি' উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। অন্যদিকে, ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে আরও একধাপ এগিয়ে বিজেপি নেত্রীর মুখে শোনা গেল, ২৬-এ ক্ষমতায় আসার পরবর্তী পরিকল্পনার কথা। আরও পড়ুন: International Women's Day 2025: লক্ষ্য নারী নিরাপত্তা, হাওড়ায় চালু মহিলা সহায়তা কেন্দ্র পিঙ্ক বুথ