Stock Market News: রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর পরে পাবলিক সেক্টর কিংবা প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলিতে সুদের হারও কমে গিয়েছে সেভিংস কিংবা ফিক্সড ডিপোজিটে। আর এই কারণে বেশি মুনাফা পেতে স্টক মার্কেটের (Multibagger Stock) উপরেই নির্ভর করছেন বেশিরভাগ বিনিয়োগকারী। এতে ঝুঁকিও রয়েছে বেশি, তবে রিটার্নও অনেক বেশি পাওয়া যায়। তবে এই স্টক মার্কেটে এমন এক সংস্থার শেয়ারের খোঁজ মিলেছে (Stock Market) যাতে মাত্র ৫ বছরেই ১ লাখ টাকা হয়ে গিয়েছে ৩.৫ কোটি টাকা।
এই স্টকে ৩৫,০০০ শতাংশ রিটার্ন ৫ বছরে
এই সংস্থার নাম জানা গিয়েছে ইস্ট ইন্ডিয়া ড্রামস অ্যান্ড ব্যারেলস ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ছিল মাত্র ২০ পয়সা। আর আজ এই স্টকের দাম দাঁড়িয়েছে ৭১.৬২ টাকা। অর্থাৎ এই স্টকে বিনিয়োগকারীরা ৩৫ হাজার শতাংশেরও বেশি মুনাফা পেয়েছেন। অর্থাৎ ৫ বছর আগে এই স্টকে যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তিনি পেতেন ৩.৫ কোটি টাকা।
ইস্ট ইন্ডিয়া ড্রামস অ্যান্ড ব্যারেলস ম্যানুফ্যাকচারিং সংস্থা মূলত রাসায়নিক, তেল এবং অন্যান্য শিল্পের জন্য ব্যারেল এবং বড় ড্রাম তৈরি করে। বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে এর বাজার মূলধন ১০৫.৮১ কোটি টাকা, প্রতি বছর ২৩ লক্ষেরও বেশি ড্রাম উৎপাদন করে এই সংস্থা।
এই স্টক মানুষকে ধনী করেছে
এক বছরে এই স্টকের রিটার্নের কথা যদি বলা যায়, তাহলে এটি প্রায় ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ কেউ যদি এক বছর আগে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সে এখন ২০ লক্ষ টাকা পেতেন হাতে। গত বছরের জুন মাসে এই স্টকের দাম ছিল ৩৩.৪০ টাকা, ছয় মাসে তা বেড়ে প্রায় ৭২ টাকায় পৌঁছেছে। সেখানে এক বছর পরে এই স্টকের দাম হয়েছে ৭১.৬২ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)