Share Market: বিনিয়োগেই ধনী হওয়া যায়, একথা যারা বুঝে গিয়েছেন তাঁদের অনেকেই শেয়ার বাজার সম্পর্কে আগ্রহী হয়েছেন। বিভিন্ন কোম্পানির শেয়ার, কোনটা ভাল কোনটা খারাপ, কোনটা আগামী দিনে ভাল রিটার্ন দিতে পারে, সেসব চিন্তাভাবনা করার ঝামেলা থেকে বাঁচতে অনেকেই মিউচুয়াল ফান্ডকে বেছে নেন। মাল্টিব্যাগার শেয়ারের মত এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বেশ কিছু ফান্ডে (Nippon India Growth Fund) বিপুল মুনাফা আসে। এমনই একটি ফান্ডে বিগত ১০ বছরে এসেছে ৭০০ শতাংশ রিটার্ন। কোন ফান্ড ?


এক বছরে ২১ শতাংশ রিটার্ন। ১ লাখ টাকা ১ বছরে হল ১.২১ লাখ টাকা। কিন্তু সেই ১ লাখ টাকাই যদি টানা ১০ বছর রেখে দেওয়া যেত, তাহলে সেটা হত ৭ লাখ টাকা। কম্পাউন্ডিংয়ের ম্যাজিক এভাবেই দেখিয়েছে একটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। মূলত ক্যাটাগরির দিক থেকে এই ফান্ড আদপে একটি মিডক্যাপ ফান্ড।


মিডক্যাপ ফান্ড কী


সাধারণত যে সমস্ত মিউচুয়াল ফান্ড (Nippon India Growth Fund) তাঁদের মোট সম্পদের ৬৫ শতাংশ মিড ক্যাপ স্টকে বিনিয়োগ করে, সেবির ক্যাটাগরিতে সেই ফান্ডকে মিডক্যাপ ফান্ড বলে ধরা হয়। এই সমস্ত মিডক্যাপ স্টকগুলি সেবির তালিকায় ১০১ থেকে ২৫০ যে কোনও অবস্থানেই থাকতে পারে।


নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে বিনিয়োগ


এই ফান্ডের বিগত বছরের রিটার্নের (Nippon India Growth Fund) পরিসংখ্যান দেখলে জানা যাবে ১ বছরে এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগে হাতে এসেছে ১.৫৩ লাখ টাকা। এক বছরে এর NAV বেড়েছে প্রায় ৫৩.৩৮ শতাংশ। আবার ৩ বছরের হিসেবে এই ফান্ড দিয়েছে ৩২ শতাংশ রিটার্ন। ৫ বছরে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড থেকে ২৫.৭২ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। অর্থাৎ ৫ বছরে আপনার ১ লাখ টাকা এই ফান্ডে বিনিয়োগ করা থাকলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ৩.১৪ লাখ টাকা পেতেন। আর ১০ বছর এই ফান্ডে একইভাবে বিনিয়োগ ধরে রাখলে আপনার ১ লাখ টাকা আজ বার্ষিক ২১ শতাংশ হারে বাড়তে বাড়তে আজকের দিনে হত ৭.০৮ লাখ টাকা।


১৯৯৫ সালের ৮ অক্টোবর বাজারে আসে এই নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। রূপের প্যাটেল এবং সঞ্জয় যোশী এর ফান্ড ম্যানেজার। এখানে বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম ১০০ টাকা থেকে শুরু করা যায়। ফান্ডের তালিকায় টপ স্টকগুলির মধ্যে রয়েছে - PFC, Cholamandalam, Persistent Systems, Fortis Healthcare, Varun Beverages, Supreme Industries, NTPC, AU Small Finance Bank, Angel One ইত্যাদি।


আরও পড়ুন: Paytm Crisis: পেটিএমের সমস্যা মিটবে শীঘ্রই , কোম্পানি নিচ্ছে বড় সিদ্ধান্ত ?