সোমনাথ চট্টোপাধ্যায়: এমজি মোটরস সংস্থা এবারে একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে নতুন মডেল নিয়ে হাজির হবে এই গাড়ি নির্মাতা সংস্থা (MG Motors)। তবে শুধু একটিই নয়, পরিকল্পনা মাফিক ধীরে ধীরে অজস্র গাড়ি আনবে এই সংস্থা। কয়েক মাস অন্তরই বাজারে আসবে এমজি মোটরসের গাড়ি। এর মধ্যে যেমন থাকবে বৈদ্যুতিন গাড়ি, তেমনই থাকবে হাইব্রিড ও ফুল এসইউভিও।


আসবে এমজি ক্লাউড


সম্প্রতি এমজি মোটরসের ক্লাউড এমপিভি (MG Cloud MPV) পরীক্ষার জন্য ধরা পড়েছে এবং জানা গিয়েছে এমজি এই গাড়ির মডেলটিকে সাশ্রয়ী সস্তা বৈদ্যুতিন এমপিভি হিসেবেই বাজারে আনতে চাইছে এই গাড়ি নির্মাতা সংস্থা। বাইরের দেশে ইতিমধ্যেই উলিং ক্লাউড হিসেবে এটি বাজারে বিক্রি হয়েই থাকে। খুবই ছোট আকারের এসইউভি মডেল এটি।


কী বৈশিষ্ট্য এই ক্লাউড মডেলের


দৈর্ঘ্যে এটি মাত্র ৪.২ মিটার এবং এর হুইলবেস ২৭০০ মিমি। ডিজাইনের কথা বলতে গেলে এটির বিন্যাস খুবই মিনিমালিস্টিক এবং ফ্লোটিং রুফ ডিজাইন, ফ্লাশ ডোর হ্যান্ডলসের সঙ্গে আসতে চলেছে এমজির এই নতুন মডেলটি। এর কম্প্যাক্ট দৈর্ঘ্যের কথা বাদ দিলে ভিতরে স্পেসের (MG Cloud MPV) কোনও অভাব পড়বে না। ড্যাশবোর্ডের ডিজাইন খুবই মিনিম্যালিস্টিক হলেও এতে রয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সঙ্গে একটা বড় ট্যাবলেটের আকারের টাচস্ক্রিন।


কী কী ফিচার্স থাকছে


এই কমপ্যাক্ট এসইউভিতে থাকবে ADAS সিস্টেমও, আর এতে একটা ফ্ল্যাট ফ্লোর থাকা মানে পিছনে অনেকখানি জায়গা বেরিয়ে যাওয়া। ক্লাউড ইভির ব্যাটারি প্যাক ৫০.৬ কিলোওয়াট আওয়ার, গাড়ির রেঞ্জ এতে মিলবে ৫০০-৬০০ কিলোমিটার। তবে ভারতের বাজারে এই ক্লাউড এমপিভি সম্ভবত অন্য কোনও নামে লঞ্চ হবে। মাত্র ১০-১৫ লাখ টাকার মধ্যেই এই এমপিভি ভারতের বাজারে অন্যতম সস্তার গাড়ি হতে চলেছে।


জয়েন্ট ভেঞ্চারে নামবে এমজি মোটরস


সম্প্রতি এমজি মোটরস (MG Cloud MPV) এবং জেএসডব্লিউ সংস্থা তাঁদের নতুন জয়েন্ট ভেঞ্চার প্রদর্শনী করল যেখানে তাঁরা তাঁদের নতুন মডেলের সারি সামনে এনেছিল। আর এর মাধ্যমেই এমজি জেডএস ও এমজি কমেটের মধ্যে যে দূরত্ব ছিল তা ঘুচে যাবে এই নতুন মডেলের দ্বারা। আরও কিছু নতুন মডেল আনা হবে এই স্পেস ভরানর জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 



Car loan Information:

Calculate Car Loan EMI