Share Market: নতুন বছর শুরুর আগেই বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাসের (Stock Market Holiday) জন্য। ২০২৫ সালে কবে কবে ছুটি থাকবে শেয়ার বাজারে, তা প্রকাশ করেছে এক্সচেঞ্জ। এর মধ্যে জানুয়ারি মাসে মোট ১৫টি ছুটির দিন রয়েছে, এর মধ্যে ধরা রয়েছে প্রত্যেক সাপ্তাহিক ছুটির (Holiday List) দিনগুলিও। দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্কে। তবে প্রশ্ন হল আগামীকাল অর্থাৎ নববর্ষের দিন ১ জানুয়ারি কি বন্ধ থাকবে শেয়ার বাজার ?
নববর্ষের দিনে ১ জানুয়ারি বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল ১ জানুয়ারি খোলাই থাকবে শেয়ার বাজার। ইকুইটি, ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্ট, এমনকী সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং সেগমেন্টে ট্রেডিং করা যাবে। শেয়ার কেনা-বেচাও করা যাবে আগামীকাল। ফলে ১ জানুয়ারি কোনো ট্রেডিং হলিডে নেই। ২০২৫ সালের বাজারের ছুটির তালিকায় নেই আগামীকালের দিনটি। নিয়মমাফিক খুলবে আগামীকালের বাজার।
প্রি-ওপেন ট্রেডিং সেশন শুরু হবে সকাল ৯ টায়, চলবে সকাল ৯টা ১৫ পর্যন্ত। আর সাধারণ স্টক মার্কেট চালু হবে ৯টা ১৫ থেকে, চলবে সাড়ে ৩টে পর্যন্ত। জানুয়ারি মাসের প্রথম ছুটির দিন রয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। এর আগে ২৫ ডিসেম্বর ছুটি ছিল শেয়ার বাজারে।
সারা বছরে কবে কবে বন্ধ থাকবে বাজার ?
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার – মহাশিবরাত্রির জন্য বন্ধ থাকবে বাজার
১৪ মার্চ, শুক্রবার – হোলি উপলক্ষে বাজার বন্ধ
৩১ মার্চ, সোমবার – ইদের জন্য বন্ধ থাকবে স্টক মার্কেট
১০ এপ্রিল, বৃহস্পতিবার – শ্রী মহাবীর জয়ন্তীর জন্য বন্ধ থাকবে বাজার
১৪ এপ্রিল, সোমবার – ড. বাবাসাহেব আম্বেদকর জয়ন্তীতে বাজার বন্ধ
১৮ এপ্রিল, শুক্রবার – গুড ফ্রাইডের জন্য বাজার বন্ধ
১ মে, বৃহস্পতিবার – মহারাষ্ট্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে বাজার
১৫ অগাস্ট, শুক্রবার – স্বাধীনতা দিবসের জন্য বাজার খোলা থাকবে না
২৭ অগাস্ট, বুধবার – গণেশ চতুর্থীর জন্য স্টক মার্কেটে ট্রেডিং হবে না
২ অক্টোবর, বৃহস্পতিবার – গান্ধী জয়ন্তীর কারণে বাজার বন্ধ থাকবে
২১ অক্টোবর, মঙ্গলবার – দীপাবলী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে বাজারে ছুটি
২২ অক্টোবর, বুধবার – দীপাবলী- বালি প্রতিপদ উপলক্ষ্যে বাজার বন্ধ
৫ নভেম্বর, বুধবার – গুরু নানকের জন্ম প্রকাশ দিন উপলক্ষ্যে ছুটি রয়েছে বাজারে
২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার – বড়দিনের ছুটি রয়েছে বাজারে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।