Top 10 Cities with Most Billionaires:বিশ্বের অর্থনৈতিক মন্দার আশঙ্কার মাঝেই বেড়ে চলেছে বিশ্বব্যাপী ধনীর সংখ্যা। ধনকুবেরদের সংখ্যায় পিছিয়ে নেই ভারতও।  ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস বলছে, বিশ্বের এই ১০টি শহরে সবচেয়ে বেশি বিলিয়নেয়ার বাস। এই তালিকায় রয়েছে ভারতও।


Richest People: বিশ্বে কোন শহরে বেশি আরবপতির বাস ? 
ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের মতে, এই তালিকায় শীর্ষে রয়েছে চিনের একটি শহর। আমেরিকার দুটি শহরও রয়েছে এই তালিকায়। অন্যদিকে,কোটিপতি শহরের তালিকায় মুম্বই শহরও রয়েছে আট নম্বরে।


Most Billionaires: চিন ও আমেরিকায় জোর টক্কর
ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের তালিকা অনুযায়ী, এই তালিকায় শীর্ষে রয়েছে চিনের বেজিং শহর। চিনের রাজধানী বেজিং-এ ২.৩০ কোটিরও বেশি মানুষ বাস করেন। সেখানে বিলিয়নেয়ারের সংখ্যা ১০০। দুই নম্বরে রয়েছে আমেরিকার নিউইয়র্ক সিটি। এর জনসংখ্যা ৮৪.৭ লাখ, যার মধ্যে বিলিয়নেয়ারের সংখ্যা ৯৯।


Richest People: চিনের আরও তিনটি শহর অন্তর্ভুক্ত
বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নেয়ার শহরের তালিকায় হংকং তৃতীয় স্থানে রয়েছে, যেখানে ৮০ জন বিলিয়নেয়ার বাস করেন। মস্কোর নাম চতুর্থ স্থানে রয়েছে এখানে ৭৯ আরবপতির বাস। এর পর রয়েছে চিনের আরও তিনটি শহর। শেনজেন পাঁচ নম্বরে রয়েছে, যেখানে ৬৮ জন বিলিয়নেয়ার বাস করেন। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে সাংহাই শহর, যেখানে ৬৪ বিলিয়নেয়ারের নাম রয়েছে। দশ নম্বরে রয়েছে চিনের আরেকটি শহর হ্যাংজু। এখানে ৪৭ জন বিলিয়নেয়ার বাস করেন।


Most Billionaires: ব্রিটেন ও ভারতের কোন শহরে বেশি আরবপতি
চিনের দুই শহরের পর ৬৩ বিলিয়নেয়ার নিয়ে এই তালিকায় ৭ নম্বরে রয়েছে ব্রিটেনের শহর লন্ডন। এরপরে রয়েছে মুম্বই। পরিসংখ্যান বলছে,এখানে ৪৮ জন আরবপতি বাস করেন। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে সব মিলিয়ে ৪৮ জন আরবপতি রয়েছেন।



Richest People: চিন ও মার্কিন আধিপত্য বজায়
বিশ্বের আরবপতিদের পরিসংখ্যানের এই তালিকায় চিন ও আমেরিকা প্রাধান্য পেয়েছে। আরবপতিদের এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি শহর থাকলেও চিনের চারটি শহর রয়েছে। চিনের এই চারটি শহরে ২৭৯ জন বিলিয়নেয়ার রয়েছেন। যেখানে ১৪৭ জন বিলিয়নেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি শহরে বাস করে। উল্লেখ করার মতো বিষয় , কদিন আগেও এশিয়ার সেরা ধনকুবেরদের মধ্যে শীর্ষে নাম এসেছিল গৌতম আদানির। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি এখন তিনি। অন্তত ব্লুমবার্গ বিলিয়নেয়ার লিস্টে রয়েছে ভারতীয় এই ধনকুবেরের নাম। 


আরও পড়ুন : Credit Card Bill Payment: ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন, টাকা শোধ নিয়ে নতুন ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের