Most Expensive Bikes: বিলাসবহুল গাড়ির দামের তুলনায় কোনও অংশে কম যায় না। ভারতের রাস্তায় চলে এরকমই বহু দামি বাইক। এর মধ্যে রয়েছে Kawasaki Ninja H2R, BMW M 1000 RR, Indian Roadmaster, Honda Goldwing Tour এর মতো মোটরসাইকেল। জেনে নিন, এরকমই দেশে বিক্রিত ১০টি সবচেয়ে দামি বাইকের নাম ও 
দাম।


Kawasaki Ninja H2R 
Kawasaki Ninja H2R ভারতে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাইকগুলির মধ্যে ধরা হয় এই বাইককে৷ ভারতে এই বাইকের দাম প্রায় 80 লক্ষ টাকা।


BMW M 1000 RR 
BMW M 1000 RR এর দাম প্রায় 42 থেকে 45 লাখ টাকা। এর সর্বোচ্চ গতি 299kmph। এর লাক্সারি ও স্পোর্টি লুক বাইককে সবার থেকে আলাদা করে তোলে।


Indian Roadmaster
এটি একটি ব্যয়বহুল বাজেট ক্রুজার বাইক। ভারতের বাইক বাজারে Indian Roadmaster-এর ভাল চাহিদা রয়েছে৷ ভারতে এই ক্রুজার বাইকের দাম প্রায় 43 লক্ষ টাকা।


Honda Goldwing Tour
Honda Goldwing Tour-এ 1833cc ইঞ্জিন দেওয়া হয়েছে। ভারতে বাইকের দাম প্রায় 37 লক্ষ টাকা থেকে শুরু।


Harley Davidson Road Glide Special 
এই Harley-Davidson বাইকটি দেখতে বেশ পেশিবহুল। শুধু তাই নয়, এতে স্বাচ্ছন্দ্যের দিকেও বেশি নজর দেওয়া হয়েছে। ভারতে এর দাম প্রায় ৩৫ লাখ টাকা।


Indian Chieftain Dar Horse 
Indian Chieftain Dar Horse-এর দাম প্রায় 33.29 লক্ষ টাকা থেকে শুরু। এটিতে একটি শক্তিশালী ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে।


Honda CBR1000RR-R 
Honda CBR1000RR-R-এ রয়েছে 999cc-র ইঞ্জিন। এটির অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। ভারতে এর দাম প্রায় 32.64 লক্ষ টাকা থেকে শুরু।


Indian Springfield 
Indian Springfield-এর দাম প্রায় 33.06 লক্ষ টাকা। 1890cc ইঞ্জিন থাকার পাশাপাশি এতে অনেক বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে।


Harley-Davidson Street Glide Special
এই Harley Davidson বাইকটিতে 1868cc ইঞ্জিন রয়েছে। এতে ব্লুটুথ কানেক্ট-সহ একটি 6.5-ইঞ্চি রঙিন TFT স্ক্রিন রয়েছে। ভারতে এর দাম প্রায় 31.99 লক্ষ টাকা।


Harley-Davidson Road King
Harley-Davidson Road King এর ইঞ্জিন 1746cc। ভারতে এই বাইকের দাম প্রায় 26.99 লক্ষ টাকা। এটির অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে।