Top 3 PSU Fund: স্টক মার্কেটে সরাসরি টাকা বিনিয়োগের থেকে সাধারণ মানুষের কাছে মিউচুয়াল ফান্ডের রিটার্নই অনেক স্বাচ্ছন্দ্যদায়ক বলে মনে হয়। মিউচুয়াল ফান্ডে নিজে থেকে অ্যানালিসিস করার দরকার সেভাবে হয় না, সেই কাজ করে থাকেন ফান্ড ম্যানেজার (Mutual Fund SIP)। আর এমন কিছু কিছু ফান্ড আছে যেগুলিতে এক বছরের মধ্যেই টাকা প্রায় দ্বিগুণ হয়েছে। এমন ফান্ডকে (Top 3 PSU Fund) বলে মাল্টিব্যাগার ফান্ড। এর মধ্যে উল্লেখ্য পিএসইউ ফান্ড। এই ক্যাটাগরির ফান্ডে (Multibagger Fund) এক বছরের সময়ের মেয়াদে সর্বোচ্চ ৯৭.৮৯ শতাংশ রিটার্ন এসেছে। ৩ বছরের মেয়াদে এসেছে বার্ষিক ৪২.২২ শতাংশ হারে এবং ৫ বছরের মেয়াদে এসেছে বার্ষিক ২৬.৯৬ শতাংশ হারে। কোন কোন ফান্ড আছে এই তালিকায় ?


PSU অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থা ভিত্তিক এই ধরনের মিউচুয়াল ফান্ডকে আদপে থিমেটিক মিউচুয়াল ফান্ড বলা হয়। কিছু নির্দিষ্ট সেক্টর যেমন সিমেন্ট, স্টিল বা পাওয়ার ইত্যাদিতে বিনিয়োগ করে এই ধরনের ফান্ড। এরকম অনেক ফান্ডই আছে যেগুলিতে বছরে ৮০ শতাংশ রিটার্ন এসেছে। PSU ফান্ডে কেউ চাইলে SIP-ও করতে পারেন। এমন তিনটি সেরা ফান্ডের হদিশ আছে যেখানে ৫৫০০ টাকার SIP-তে এক বছরের মধ্যেই ১ লাখ রিটার্ন মিলেছে। কোন তিন ফান্ড ?


Invesco India PSU Equity Fund Direct-Growth


এক বছরের মেয়াদে এই ফান্ডের CAGR ১০৫.৭৩ শতাংশ। এর NAV বর্তমানে ৭৮.০৯ এবং এই ফান্ডের মোট সম্পদের পরিমাণ ১১.৩৮ কোটি টাকা। ফান্ডের বেঞ্চমার্ক ধরা হয়েছে BSE PSU TRI-কে। ন্যূনতম ৫০০ টাকা থেকে এই ফান্ডে SIP শুরু করা যায় এবং লাম্পসাম মূল্যের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে শুরু করা যায়। হিন্দুস্তান এয়ারোনটিকস, ভারত ইলেকট্রনিক্স, এনটিপিসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি নামী সংস্থার বলা ভাল রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার আছে এই ফান্ডের পোর্টফোলিওতে।


এই ফান্ডে ৫০০০ টাকার SIP করলে এক বছরের মধ্যেই বিনিয়োগকারীরা রিটার্ন পেতেন ৯০,৪৪০ টাকা। ফলে ৫৬৮১ টাকার SIP-তে এই ফান্ডে রিটার্ন আসত ১ লক্ষ টাকা। আর কেউ যদি ১০ হাজার টাকার SIP করতেন, তাহলে তিনি এক বছরে পেতেন ১.৮১ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ১ লাখ ২০ হাজার বিনিয়োগে সুদ পেতেন ৬১ হাজার টাকা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Small Savings Scheme: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় আসবে বদল ! সুদের হার কি বাড়বে ?