নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লঞ্চ করার পর থেকেই ওলা ইলেকট্রিক স্কুটার নিয়ে আগ্রহের শেষ নেই ক্রেতাদের মনে। তবে ওলা একা নয়, ভারতে ইলেকট্রিক স্কুটারের প্রতিযোগিতায় রয়েছে বেশ কয়েকটা বড় নাম। যা স্পেকস ও দামে চ্যালেঞ্জ দিতে পারে ওলাকে।
দেশের বর্তমান দু-চাকার বাজার বলছে, ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে দেশবাসী। ভারতকে দূষণমুক্ত করতে কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছে ইভি স্কুটার বা বাইকের ক্রেতারা। বাইক বা গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলিকে ইলেকট্রিক ভেহিক্যাল তৈরিতে বেশি ছাড় দেওয়ায় দ্রুত দেশে বাড়ছে এই বাজার। ইতিমধ্যেই ভারতের ইলেকট্রিক প্লাটফর্মে নাম করেছে এই স্কুটারগুলো।
ওলা ইলেকট্রিক স্কুটার
১ গত ১৫ অগাস্ট দেশে লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক স্কুটার S1 ও S1 Pro
২ দেশের বিভিন্ন রাজ্যে S1-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা ও S1 Pro-এর দাম ১,২১,৯৯৯টাকা
৩ স্কুটারে ৭৫০ ওয়াটের পোর্টেবল চার্জার দিয়েছে কোম্পানি।
৪ এক চার্জে ১১৮ কিলোমিটার রেঞ্জ দেয় এই স্কুটার।
বাজাজ চেতক
১ এই স্কুটারের দাম রাখা হয়েছে ১.৪২ লক্ষ টাকা থেকে ১.৪৪ লক্ষ টাকা।
২ ইকো মোডে ৯৫ কিলোমিটার রেঞ্জ দেয় এই স্কুটার।
৩ ২.৯ কিলোওয়াটের ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৫ ঘণ্টা।
এথার ৪৫০এক্স
১ এক চার্জে ১১৬ কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটার।
২ এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম প্রাইস ১.৩২ লক্ষ টাকা।
৩ স্কুটারের টপ স্পিড ৮০ কিলোমিটার।
সিম্পল ওয়ান
১ সম্প্রতি বাজারে এসেছে এই স্কুটার।
২ ই মোডে ২৩৬ কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটার।
৩ ইলেকট্রিক স্কুটারের শোরুম প্রাইস ১.৯ লক্ষ টাকা।
টিভিএস আইকিউব
১ এক চার্জে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেয় এই ইলেকট্রিক স্কুটার।
২ ১.১৫ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার।
৩ ৪ কিলোওয়াটের ব্যাটারি রয়েছে স্কুটারে, যা ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৫ঘণ্টা।