স্টক মার্কেটের আপডেট জানুন এবিপি লাইভ বিজনেসে। এখানে আপনি জানতে পারবেন সংশ্লিষ্ট দিনে শেয়ার মার্কেটে ভাল করছে কোন শেয়ারটা। 
মার্কেটে সবথেকে লাভবানের তালিকায় কারা রয়েছে সেটা সবার আগে জানা যাবে এখানে। অনেক শেয়ারই সেনসেক্স, নিফটিতে লাভ করে। 
মাত্র একটা ক্লিকেই জেনে নিন স্টক মার্কেটে  টপ লুজার নেট অ্যাসেট ভ্যালু কারা রয়েছে। এখানে দেখা যাবে টপ লুজার নেট অ্যাসেট ভ্যালু তালিকা। 
ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি ক্ষতি হয়েছে তা নিয়েই তৈরি হয় টপ লুজার নেট অ্যাসেট ভ্যালু তালিকা। টপ লুজারদের শেয়ার এবং শতাংশের হার জেনে নিন এখানে।

Top Losers NAV Today: August 17, 2022

SN.Scheme NameScheme CategoryCurrent NAV
1Bharat Bond FOF - April 2030 - Direct Plan - Growth OptionMONEY MARKET12.0277
2Bharat Bond FOF - April 2030 - Regular Plan - Growth OptionMONEY MARKET12.0277
3PGIM India Money Market Fund - Direct Plan - Weekly Dividend OptionMONEY MARKET1000.9882
4SBI Retirement Benefit Fund - Aggressive Hybrid Plan - Direct Plan - GrowthMONEY MARKET13.5011
5SBI Retirement Benefit Fund - Aggressive Hybrid Plan - Regular Plan - GrowthMONEY MARKET13.2237
6SBI Retirement Benefit Fund - Aggressive Plan - Direct Plan - GrowthMONEY MARKET14.1366
7Sundaram Short Duration Fund (Formerly Known as Principal Short Term Debt Fund) Regular Fortnightly IDCWDEBT12.8742
8Sundaram Ultra Short Duration Fund (Formerly Known as Principal Ultra Short Term Fund)-Weekly Income Distribution CUM Capital Withdrawal OptionDEBT1019.8312
9TRUSTMF Liquid Fund-Direct Plan-Weekly Income Distribution cum Capital WithdrawalLIQUID1025.8366
10TRUSTMF Liquid Fund-Regular Plan-Weekly Income Distribution cum Capital WithdrawalLIQUID1014.7913

টপ লুজার অ্যাসেট ভ্যালু তালিকা তালিকায় রয়েছে- ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ ক্ষতি হয়েছে তার হিসাব। 
এই তালিকায় থাকে- স্টকের বর্ধিত দাম, সাম্প্রতিক ট্রেডিং মরসুমে স্টকের ক্লোজিং প্রাইস, এই মুহূর্তে স্টকের মূল্য অনুযায়ী শতাংশের ভিন্নতা প্রভৃতি। 
এখানে আপনি জানতে পারবেন - শেয়ারের সর্বোচ্চ দাম, কম দাম, কারেন্ট ক্লোজিং প্রাইস, লাস্ট ক্লোজিং প্রাইস। 

 

টপ লুজার নেট অ্যাসেট ভ্যালু

ICICI Prudential Small cap Fund Direct Plan Growth:

বদলে গিয়েছে ভারতীয় স্টক মার্কেট বা শেয়ার বাজারের পরিস্থিতি। আজকের দিনে 
বিনিয়োগকারীদের জন্য দারুণ সুয়োগ নিয়ে এসেছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম। এই মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে রয়েছে 'ICICI প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড'। 
যা বিনিয়োগকারীদের মুনাফা দিতে নানা ধরনের আকর্ষণীয় স্কিম নিয়ে এসেছে। এই স্কিমের মধ্যেই নাম রয়েছে 'ICICI প্রুডেনশিয়াল স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট প্ল্যান গ্রোথ'। 
যা বিনিয়োগকারীদের কাছে খুবই পছন্দের ফান্ড। এই ফান্ডের ৯৭.৪৫ শতাংশ শেয়ার পুঁজি ভারতীয় শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। যার মধ্যে বিনিয়োগের ০.৭৪ শতাংশ 
মিড ক্যাপ শেয়ারে ইনভেস্ট হয়েছে। বাকি স্মল ক্যাপশেয়ারে বিনিয়োগ করা হয়েছে ৮৩.৫১ শতাংশ অর্থ। যারা ৩-৪ বছরের জন্য বিনিয়োগ করে অনেক বেশি লাভ আশা করেন 
তাদের জন্যই এই মিউচুয়াল ফান্ড। তবে শুধু লাভের দিকে তাকালেই হবে না, এই ফান্ডে বিনিয়োগকারীদের বড় লোকসানের জন্যও প্রস্তুত থাকতে হবে। পরিসংখ্যান বলছে, এক 
বছরে এই ফান্ড ৯৭.৯ শতাংশ রিটার্ন দিয়েছে। একইবাবে তিন বছরে এই ফান্ডে ৩৩.৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পাঁচ বছর এই ফান্ডে টাকা রেখে ১৮.৩ শতাংশ 
রিটার্ন ঘরে এসেছে আমানতকতারীদের। এই মিউচুয়াল ফান্ডের অর্থের পরিমাণ ২৯৬১.০৮ কোটি টাকা। এই ফান্ডকে মাঝারি থেকে বেশি ঝুঁকির ফান্ড বলা যেতে পারে।

ICICI Prudential Banking and Financial Services Fund Direct Plan Growth:


বর্তমানে দেশের শেয়ার মার্কেটে বড় ধরনের ওঠা-নামা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বিনিয়োগকারীদের জন্য দারুণ স্কিম নিয়ে এসেছে মিউচুয়াল ফান্ডগুলি।ICICI  প্রুডেনশিয়াল 
মিউচুয়াল ফান্ডও বিনিয়োগকারীদের জন্য নানা আকর্ষণীয় স্কিম দিচ্ছে। এই স্কিমের মধ্যে অন্যতম 'ICICI  প্রুডেনশিয়াল  ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড ডিরেক্ট ফান্ড 
গ্রোথ', যা আমানতকারীদের কাছে খুবই জনপ্রিয় একটা স্কিম। এই ফান্ডের দেশের শেয়ার মার্কেটে বিনিয়োগ রয়েছে ৯৫.৫৭ শতাংশ। যার মধ্যে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট রয়েছে ৫১.৩ 
শতাংশ। ৮.৭৫ শতাংশ বিনিয়োগ রয়েছে মিড ক্যাপ শেয়ারে। বাকি মিউচুয়াল ফান্ডের ১৪.৮৯ শতাংশ পুঁজি রয়েছে স্মল ক্যাপ শেয়ারে।০.৫৯ শতাংশ বিনিয়োগ রয়েছে ডেট (debt) 
ফান্ডে। যার মধ্যেই গভর্নমেন্ট সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে ০.৫৮ শতাংশ। যারা শেয়ার মার্কেটের ম্যাক্রো ট্রেন্ডস সম্পর্কে বোঝেন ও বাজারের ওঠা-নামার বিষয়ে অ্যাডভান্স 
ধারণা রয়েছে তাদের জন্যই এই ফান্ড। ইকুইটি ফান্ডসের পরিবর্তে যারা কিছু নির্বাচিত জায়গায় লগ্নি করে বেশি রিটার্ন চান তাদের জন্য এই মিউচুয়াল ফান্ড আদর্শ। তবে ভাল রিটার্নের 
পাশপাশি এই ধরনের বিনিয়োগকারীদের মাঝারি থেকে বড় মাপের লোকসানের জন্য প্রস্তুত থাকতে হয়।এমনকী শেয়ার বাজার ভাল থাকলেও এই ধরনের লোকসান হতে পারে তাদের।
 এক বছরে এই মিউচুয়াল ফান্ড ৭১.৩ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি তিন বছরে রিটার্ন এসেছে ১৮.৭ শতাংশ। পাঁচ বছরে এই ফান্ড বিনিয়োগকারীদের ১৪.৩ শতাংশ রিটার্ন দিতে 
পেরেছে। ৫০৯৬.৭ কোটি টাকার বিপুল লগ্নি রয়েছে এই ফান্ডে। এটা একটি ঝুঁকির ফান্ড।

আরও পড়ুন: টপ লুজার, আজ বাজারে দর পড়ল যাদের

ICICI Prudential Equity & Debt Fund Direct Plan Growth:


দেশের শেয়ার বাজারে বর্তমান পরিস্থিতি বলছে, এখন ওঠা-নামার হার অনেক বেশি। এই সময় বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত সব স্কিমের সুয়োগ নিয়ে এসেছে মিউচুয়াল ফান্ড 
কোম্পানিগুলি। পিছিয়ে নেই ICICI  প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড। তারাও বিনিয়োগকারীদের জন্য একাধিক আকর্ষণীয় স্কিম নিয়ে এসেছে। এই স্কিমের মধ্যে রয়েছে 
'ICICI প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড ডিরেক্ট প্ল্যান গ্রোথ', যা বিনিয়োগকারীদের কাছে একটা ভরসার জায়গা। ৭৩.৪৩ শতাংশ এই মিউচুয়াল ফান্ডের লগ্নি রয়েছে
 দেশের শেয়ারে। যার মধ্যে লার্জ ক্যাপ শেয়ারে বিনিয়োগ রয়েছে ৬১.৫ শতাংশ। মিড ক্যাপে লগ্নি রয়েছে ৬.৪ শতাংশ। বাকি ৩.১ শতাংশ ইনভেস্টমেন্ট রয়েছে স্মল ক্যাপ শেয়ারে। 
এই ফান্ডের ১৮.৮৫ শতাংশ পুঁজি জমা রয়েছে ডেট ফান্ডে। যার মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটিতে রয়েছে ৭.১১ শতাংশ। কম ঝুঁকির সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে ১১.৪৪ শতাংশ 
অর্থ। এক বছরে ৭২.৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফন্ড। তিন বছরে এই ফান্ড থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন ২১.৫ শতাংশ। পাঁচ বছরের হিসাবে ১৬.৩ শতাংশ রিটার্ন দিয়েছে এই 
মিউচুয়াল ফান্ড। অত্যধিক ঝুঁকির এই ফান্ডের মোট তহবিলের পরিমাণ ১৭৮৭৯.৭৩ কোটি টাকা।

ICICI Prudential Mutual Fund:


ICICI  প্রুডেনশিয়াল  মিউচুয়াল ফান্ড দেশের অন্যতম বড় মিউচুয়াল ফান্ড। 'ICICI অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি' এই বিনিয়োগ
নিয়ন্ত্রণ করে। ব্রিটেনের প্রুডেন্সিয়াল পিএলসি-র সঙ্গে জুটি বেঁধে শেয়ার বাজারে এই বিনিয়োগের কাজ করে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক
ICICI। বর্তমানে এই বিশাল ফান্ড নিয়ন্ত্রণের জন্য ১২০টি জায়গা থেকে ১০০০-এর বেশি কর্মী কাজ করে চলেছেন। 
১৯৯৩ সালের ২৫ অগাস্টের ট্রাস্ট কনফেশন মেনে দেশের ১৮৮২ ট্রাস্ট আইন অনুসারে ICICI  প্রুডেনশিয়াল  মিউচুয়াল ফান্ড গঠন হয়েছেল। 
একটি ট্রাস্ট হিসাবে গঠন করা হয়েছিল এই ফান্ড। ১৯৯৩ সালের ১২ অক্টোবর SEBI-তে নথিভুক্ত হয় এই মিউচুয়াল ফান্ড। 
এই ফান্ডে ট্রাস্টি ও প্রুডেনশিয়ালের ৫১ শতাংশ শেয়ার রয়েছে ICICI Bank LTD.-এর কাছে।c

SBI Equity Hybrid Fund:

SBI ইক্যুইটি হাইব্রিড ফান্ডের লক্ষ্য বিনিয়োগকারীদের ঋণ এবং ইক্যুইটির মিশ্রণে বিনিয়োগের মাধ্যমে একটি ওপেন-এন্ডেড স্কিমের তারল্য সহ দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির সুযোগ প্রদান করা।
তহবিল উচ্চ প্রবৃদ্ধি সংস্থাগুলির স্টকের একটি বৈচিত্র্যময় পোর্টফোলিওতে বিনিয়োগ করে এবং বাকিগুলি নির্দিষ্ট আয়ের সিকিউরিটিজে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকির ভারসাম্য বজায় রাখে।
এসবিআই ইক্যুইটি হাইব্রিড ফান্ড ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত উপকরণগুলিতে ন্যূনতম 65% বিনিয়োগ করে।
যে কোনো সময়ে, তহবিল ঋণ এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের জন্য 20-35% পরিসরে সম্পদ বরাদ্দ করবে।