চেন্নাই: ভোজ্য তেলের গুদামে (oil warehouse) ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)। গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা চেন্নাইয়ের (Chennai)। একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর ৪টি গুদামে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।


চেন্নাইয়ে ভোজ্য তেলের গুদামে আগুন


বৃহস্পতিবার ভোরবেলায় ঘটনাটি ঘটেছে। চেন্নাইয়ের এক ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন লাগে। চেন্নাইয়ের ভানাগরমের (Vanagaram) ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪টি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। 


পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েক কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: Indian Railways: ভারতীয় রেলে সফরের জন্য ৫ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে টিকিট কাটার নিয়মগুলি জেনে নিন


সাম্প্রতিককালের একাধিক অগ্নিকাণ্ড


দিন দুই আগে মহাকরণের ৫ নম্বর গেটের ভিতরে আগুন লাগে! বেশ কিছু নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করে দমকল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু।


সন্ধের অন্ধকার তখন গাঢ় হতে শুরু করেছে। ঘড়িতে ৬টা বাজে প্রায়। হঠাৎ স্বরাষ্ট্র দফতরের এনআরআই বিভাগে আগুন দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬টি ইঞ্জিন পৌঁছয়। হোসপাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা চলে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোও যায় বলে খবর। তবে তার পরও বেশ কিছু ক্ষণ ওই চত্বর থেকে তীব্র পোড়া গন্ধ পাওয়া যায়। 


সংবাদমাধ্যমকে পরে ডিজি জানান, একটি কম্পিউটার তার পড়ে গিয়েই বিপত্তি। আগুন লাগে সেখান থেকেই। খবর পেয়ে চলে আসেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আসেন দমকলমন্ত্রী সুজিত বসুও। 


দিন কয়েক আগে নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশও। কী থেকে আগুন এখনও স্পষ্ট নয়। তবে আশপাশের বাড়ি ও দোকানের সকলেই আগুনের আতঙ্কের বাইরে চলে আসেন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কাঠ যেহেতু দাহ্যপদার্থ, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগবে বোঝা কঠিন হচ্ছিল।