স্টক মার্কেটের আপডেট জানুন এবিপি লাইভ বিজনেসে। এখানে আপনি জানতে পারবেন সংশ্লিষ্ট দিনে শেয়ার মার্কেটে পতন হয়েছে কোন শেয়ারটার। মার্কেটে পিছনের তালিকায় কারা রয়েছে সেটা সবার আগে জানা যাবে এখানে। অনেক শেয়ারই সেনসেক্স, নিফটিতে চাপের মুখে থাকে। মাত্র একটা ক্লিকেই জেনে নিন স্টক মার্কেটে টপ লুজার কারা রয়েছে। এখানে দেখা যাবে টপ লুজারের তালিকা। ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলির চূড়ান্ত পতন হয়েছে তা নিয়েই তৈরি হয় টপ লুজারের তালিকা। টপ লুজারদের শেয়ার এবং শতাংশের হার জেনে নিন এখানে।
Final Top Loser - March 28, 2022
SN. Scheme Name Current NAV Percent Change 1 BOI AXA Tax Advantage Fund-ECO Plan-Growth 102.66 -0.01% 2 BOI AXA Tax Advantage Fund-Regular Plan- Growth 95.76 -0.01% 3 DSP Nifty SDL Plus G-Sec Jun 2028 30:70 Index Fund - Direct - Growth 10.0184 -0.01% 4 DSP Nifty SDL Plus G-Sec Jun 2028 30:70 Index Fund - Direct - IDCW 10.0184 -0.01% 5 DSP Nifty SDL Plus G-Sec Jun 2028 30:70 Index Fund - Regular - Growth 10.0181 -0.01% 6 DSP Nifty SDL Plus G-Sec Jun 2028 30:70 Index Fund - Regular - IDCW 10.0181 -0.01% 7 Edelweiss Government Securities Fund - Direct Plan - Growth Option 20.6832 -0.01% 8 Edelweiss Government Securities Fund - Direct Plan Fortnightly - IDCW Option 20.3753 -0.01% 9 ICICI Prudential Gilt Fund - Growth 80.5098 -0.01% 10 ICICI Prudential Gilt Fund - IDCW 15.4318 -0.01%
টপ গেনারের তালিকায় রয়েছে- ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ লাভ করেছে তার হিসাব। এই তালিকায় থাকে- স্টকের বর্ধিত দাম, সাম্প্রতিক ট্রেডিং মরসুমে স্টকের ক্লোজিং প্রাইস, এই মুহূর্তে স্টকের মূল্য অনুযায়ী শতাংশের ভিন্নতা প্রভৃতি। এখানে আপনি জানতে পারবেন - শেয়ারের সর্বোচ্চ দাম, কম দাম, কারেন্ট ক্লোজিং প্রাইস, লাস্ট ক্লোজিং প্রাইস। সবথেকে লাভবান কারা ? ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস বৃদ্ধি পায়, তখন সেটাকে লাভ হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে লাভের মুখ দেখে, তারা গেনারের তালিকায় পড়ে। যেসব শেয়ার বেশি লাভের মুখ দেখে, তারা টপ গেনারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন বৃদ্ধি পায়, তখন বাজারে গেনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
টপ লুজার কারা ?
ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস কমে যায়, তখন সেটাকে পতন হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে পতনের মুখে পড়ে, তারা লুজারের তালিকায় ঢুকে যায়। যেসব শেয়ার বেশি ক্ষতির মুখ দেখে, তারা টপ লুজারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন হ্রাস পায়,
তখন বাজারে লুজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।