Mutual Fund: শেয়ার বাজারে মূলত দুভাবে আপনি বিনিয়োগ করতে পারেন। নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। মিউচুয়াল ফান্ড (Top Mutual Fund) সাধারণত অনেকগুলি শেয়ারের সমষ্টি। কিছু কিছু শেয়ার যেমন খুব কম সময়ের ব্যবধানে ভাল রিটার্ন এনে দেয়, তেমনি এমন কিছু কিছু ফান্ড আছে যারা মাত্র ১ বছরেই ৭০ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। গত বছরে এমনই দুর্দান্ত রিটার্ন দিয়েছে যে সমস্ত ফান্ড সেগুলি সম্পর্কে জেনে নিন।


কত ধরনের মিউচুয়াল ফান্ড


প্রসঙ্গত উল্লেখ্য মিউচুয়াল ফান্ড সাধারণত তিন ধরনের হয়ে থাকে- লার্জ ক্যাপ, মিডক্যাপ এবং স্মল ক্যাপ। শেয়ার বাজারে নথিভুক্ত কম বাজারগত মূলধনের শেয়ারে যে ফান্ড বিনিয়োগ করে, সেগুলিকে স্মলক্যাপ ফান্ড বলে। এই ফান্ডে (Top Mutual Fund) বিনিয়োগে ঝুঁকির মাত্রা অনেক বেশি থাকলেও অনেক সময় এই ফান্ড থেকেই দুর্ধর্ষ রিটার্ন পাওয়া যায়। বলা হয় যে সমস্ত কোম্পানির বাজারগত মূলধন ৫০০০ কোটির কম, সেই কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করে এই ফান্ডগুলি। লং টার্মের লক্ষ্যমাত্রা নিয়ে বিনিয়োগ করলে, আখেরে এই স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি প্রচুর রিটার্ন দিয়ে থাকে।


সেরা ৪ স্মলক্যাপ ফান্ড


Mahindra Manulife Small Cap Fund - Direct Plan


মহিন্দ্রা ম্যানুলাইফ স্মলক্যাপ ফান্ডের ডিরেক্ট গ্রোথ প্ল্যানে বিনিয়োগ করলে এক বছরে ৭৩.০১ শতাংশ রিটার্ন মিলেছে ১ বছরে।


ABSL Nifty Smallcap 50 Index Direct Plan


এই ফান্ডের রিটার্নও প্রায় মহিন্দ্রার ফান্ডের মতই। গত ১ বছরে এবিসিএল নিফটি স্মলক্যাপ ৫০ ইনডেক্স ফান্ড প্রায় ৭১.৩৭ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।


Axis Nifty Smallcap 50 Index Direct Plan


অ্যাক্সিস ব্যাঙ্কের আলাদা একটি স্মলক্যাপ ফান্ড রয়েছে, কিন্তু তার বদলে অ্যাক্সিস নিফটি স্মলক্যাপ ৫০ ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করলে এক বছরে ৭১.৩১ শতাংশ রিটার্ন পেতেন আপনি। মনে রাখতে হবে, এই ফান্ড স্মলক্যাপের সূচকে বিনিয়োগ করে, কোনও নির্দিষ্ট বাছাই করা শেয়ারে নয়। সেই স্মলক্যাপ সূচকে মাত্র ৫০টি স্মলক্যাপ কোম্পানি নথিভুক্ত রয়েছে।


Bandhan Small cap Direct Plan


বন্ধন ব্যাঙ্কও পিছিয়ে নেই। বাজারে বন্ধন ব্যাঙ্কের শেয়ার নথিভুক্ত হয়েছে। এবার অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও পা বাড়িয়েছে বন্ধন ব্যাঙ্ক। তাদের স্মলক্যাপ ডিরেক্ট প্ল্যানে গত এক বছরে ৭১.০৯ শতাংশ রিটার্ন মিলেছে।


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: Multibagger Stock: ৬ মাসে বেড়েছে ৪০০ শতাংশ ! রেকর্ড উচ্চতায় দৌড়চ্ছে এই মাল্টিব্যাগার শেয়ার