Toyota Hilux and Skoda Kodiaq: বাজারে আসার আগেই বুকিং বন্ধ হয়ে গলে এই দুই গাড়ির। সবথেকে বড় কথা, এর মধ্যে দামই ঘোষণা হয়নি একটি গাড়ির। বিলাসবহুল গাড়ির পাশাপাশি দেশের বাজারে আকাশছোঁয়া চাহিদা এই পিকআপ ট্রাকের।


Cars in high demand: বিলাসবহুল গাড়ির বিভাগে Skoda Kodiaq নিয়ে ক্রেতাদের উৎসাহ দেখে অবাক হবেন যেকেউ। ভারতে এই নতুন গাড়ির বুকিং হচ্ছে আশ্চর্যজনকভাবে। Skoda Kodiaq-এর সঙ্গে সঙ্গে Toyota Hilux নিয়েও উন্মাদনা রয়েছে ক্রেতাদের। রিপোর্ট বলছে, চলতি বছরের জন্য এই দুই গাড়ির বুকিং বন্ধ করেছে দুই কোম্পানি। উভয়ই প্রিমিয়াম স্পেস ভিত্তিক গাড়ি। যেখানে Kodaiq একটি বিলাসবহুল SUV সেখানে Hilux একটি পিক আপ ট্রাক। উভয়েরই আপাতত আনুষ্ঠানিকভাবে কোনও নতুন বুকিং নেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। 


দেশে Skoda Kodiaq তিনটি ট্রিম- স্টাইল, স্পোর্টলাইন ও লরিন অ্যান্ড ক্লেমেন্ট সহ লঞ্চ করা হয়েছে। যার দাম শুরু হয়েছে 34.99 লক্ষ টাকা থেকে। নতুন Kodiaq-এর প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে, এই ধরনের একটি বিলাসবহুল SUV-এর চাহিদা ছিল বাজারে। 'থ্রি-রো' Kodiaqদেশের মানুষের সেই চাহিদা পূরণ করেছে৷ নতুন Kodiaq একটি পেট্রল ইঞ্জিন ছাড়াও অনেক বৈশিষ্ট্য সহ পাওয়া যাচ্ছে। গাড়ির নতুন বুকিং কখন শুরু হবে তা আমরা জানি না। তবে প্রথম ব্যাচটি বিক্রি হয়ে গেছে যার অর্থ বর্তমান ব্যাচের জন্য ডেলিভারি 3-4 মাসের মধ্যে হবে। যখন নতুন বুকিং শুরু হবে, ডেলিভারি শুধুমাত্র পরের বছর থেকে শুরু হবে।


Toyota Hilux update: দারুণ চাহিদা রয়েছে এই পিকআপ ট্রাকের। Hilux-এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি।  তার আগেই গাড়ির বুকিং গ্রহণ করছে না টয়োটা। হাইলাক্স ভারতে 2.8 লিটার ডিজেল সহ ম্যানুয়াল ছাড়াও অটোমেটিক অপশনের সঙ্গে পাওয়া যাবে। হাইলাক্সের বুকিং এর পরিমাণ রাখা হয়েছে ১ লাখ টাকা। দেশের গাড়ি বাজারে Hilux-এর বিকল্প বলতে রয়েছে Isuzu V-Cross। যদিও তাকে কোনও ভাবেই টয়োটার এই পিকআপ ট্রাকের প্রতিযোগী বলা চলে না। Isuzu V-Cross হাইলাক্সের থেকে অনেকটাই সাদামাটা গাড়ি। তাই দামও অনেকটাই কম।