Vikram Kirloskar: প্রয়াত টয়োটা কির্লোস্কর মোটর প্রাইভেট লিমিটেডের (Toyota Kirloskar Motor Private Limited) ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্কর (Vikram Kirloskar) ২৯ নভেম্বর মৃত্যু হয়েছে দেশের বিখ্যাত এই ব্যবসায়ীর। শোনা যাচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। টয়োটা ইন্ডিয়ার তরফে ট্যুইট করে বিক্রম কির্লোস্করের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, বিক্রম কির্লোস্করের শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে বেঙ্গালুরুর Hebbal Crematorium- এ। প্রয়াত ব্যবসায়ীর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি কির্লোস্কর এবং কন্যা মানসী কির্লোস্কর। 


 






 


ট্যুইট করে টয়োটা ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, 'টয়োটা কির্লোস্কর মোটর- এর ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্করের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। সকলে ওঁর আত্মার শান্তির কামনা করুন। এই দুঃখের সময়ের ওঁর পরিবার এবং বন্ধুদের জন্য আমাদের সমবেদনা রইল'। 


ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করেছিলেন বিক্রম কির্লোস্কর। এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে CII, SIAM এবং ARAI-তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি। জানা গিয়েছে, কির্লোস্কর গ্রুপের চতুর্থ প্রজন্মের প্রধান ছিলেন বিক্রম কির্লোস্কর। তিনি কির্লোস্কর সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এছাড়াও তিনি কির্লোস্কার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন। বিক্রম কির্লোস্করকে কয়েকদিন আগেই মুম্বইতে প্রকাশ্যে দেখা গিয়েছিল এবং গত ২৫ নভেম্বরের নতুন জেনারেশনের টয়োটা ইনোভা হাইক্রস-এর unveil event- এ উপস্থিত ছিলেন তিনি।


 






আরও পড়ুন- 5G-র পর এবার বড় চমক, নতুন সুপার অ্যাপ আনছেন গৌতম আদানি