Toyota Urban Cruiser Hyryder SUV: এই এসইউভি নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সম্প্রতি টয়োটা হাইরাইডারের একটি ছবি প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে, মারুতি নতুন ব্রেজা লঞ্চ করার পরই এই গাড়ি ভারতে আনবে টয়োটা।


Toyota Hyryder: কীভাবে সামনে এল তথ্য ? 
সম্প্রতি টয়োটা হাইরাইডারের যে ছবি ফাঁস হয়েছে তাতে টয়োটাআরবান ক্রুজার লেখাটিও স্পষ্ট দেখা যাচ্ছে। অটো সাইটগুলির বেশকিছু রিপোর্ট বলছে, মারুতি ভিটারা ব্রেজা থেকে ভিটারা বাদ দিতে পারে। সেই ক্ষেত্রে কেবল মারুতি ব্রেজা নামে আসবে তাদের ২০২২ এসইউভি মডেল। একইভাবে টয়োটা আরবান ক্রাজারের পরিবর্তে হাইরাডার নাম দিয়ে আনতে পারে নতুন গাড়ি। তাই নেমপ্লেটে ব্রেজা ও আরবান ক্রুজার দুটি কথাই দেখা যাচ্ছে। 


Toyota Urban Cruiser Hyryder SUV: কবে লঞ্চ হবে হাইরাইডার ?
মারুতি 30 জুন নতুন ব্রেজা লঞ্চ করার কথা। এই নতুন এসইউভি হল টয়োটার সংস্করণ যা 1 জুলাই প্রকাশ্যে আনা হবে। টয়োটার হাইরাইডার নাম নিশ্চিত করে যে, এই এসইউভি পরিবারের জন্য তৈরি করা হয়েছে। যার মূল প্রতিদ্বন্দ্বী হবে হুন্ডাই ক্রেটা। Brezza-র নতুন টয়োটা সংস্করণটি আরবান ক্রুজার ট্যাগ পেয়েছে। তবে এই নামের পাশাপাশি নতুন Hyryder নামও যোগ হয়েছে টয়োটার এই গাড়িতে। 


Toyota Hyryder: কেমন দেখতে গাড়ি ?
নতুন এই হাইরাইডার এসইউভি ২০২২ ব্রেজা থেকে সম্পূর্ণ আলাদা দেখায়। এতে নতুন ফ্রন্ট-এন্ড স্লিম LED ডিআরএল ও নিচের হেডল্যাম্প আগের থেকে অনেকটাই আলাদা। গ্রিলটিও পাতলা ও দুই অংশের বাম্পারে নতুন সেটআপ দেওয়া রয়েছে। গ্রিলটিতে একটি ক্রোম আউটলাইন সহ টয়োটা লোগোও রেখেছে। গাড়িতে কালো ছাদ ও একটি ডুয়েল-টোন কালার দেওয়া হয়েছে। নতুন ব্রেজার মতো টাচ-স্ক্রিন সহ একটি নতুন ইন্টেরিয়র দেওয়া হয়েছে হাইরাইডারে। যেখানে ওয়্যারলেস চার্জিং, রেয়ার এসি ভেন্ট ছাড়াও ইঞ্জিনটি একটি 1.5 লিটার পেট্রল দেওয়া হয়েছে। যার মধ্যে মাইল্ড হাইব্রিড সেট-আপ থাকবে। নতুন গাড়িতে 6 স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স হবে। স্বয়ংক্রিয় গিয়ারবক্সটি স্টিয়ারিং হুইলের পিছনে প্যাডেল শিফটার নিয়ে আসবে। টয়োটা হাইরাইডার ভার্সন নতুন ব্রেজার এক মাসের মধ্যে লঞ্চ করা হবে।


আরও পড়ুন : Toyota Glanza 2022: বালেনোর সব নতুন গুণ, গ্লাঞ্জায় পাবেন ফিচারের সঙ্গে টয়োটার ব্র্যান্ড