কলকাতা: ২৬ জুন পর্যন্ত বাড়ানো হল গরমের ছুটি। আরও ১১ দিন বাড়ল স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। প্রবল গরমের কারণে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের। সম্প্রতি গরম ও আর্দ্রতার কারণে রাজ্যে একাধিক মৃত্যু। পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত, জানাল সরকার।


দার্জিলিং ও কালিম্পং (kalimpong) ছাড়া রাজ্যের সব জেলার জন্য জারি এই নির্দেশিকা। এর আগে ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। তারপরে, সোমবার ফের সেই ছুটির সময়সীমা বাড়ানো হল। এবার আরও ১১ দিন ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত রাজ্যের স্কুলে গরমের ছুটি থাকবে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ। এই নির্দেশিকাই শেষ পর্যন্ত থাকলে ২৭ জুন, সোমবার খুলতে পারে স্কুল। সরকারি স্কুলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও ওই স্কুলগুলির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। বেসরকারি স্কুলগুলিও এই সিদ্ধান্ত মেনে নিক, সেই আর্জি জানানো হয়েছে।      


কেন বাড়ল গরমের ছুটি?
প্রশাসন সূত্রে খবর, রাজ্যে গরমের দাপটে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমে স্কুল করা নিয়ে পড়ুয়াদের অসুবিধা হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। তারপরেই এদিন গরমের ছুটি বৃদ্ধির এই নির্দেশিকা জারি করা হয়। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে দিয়েছিলেন মমতা। সফরের সময় একদিন সভা চলাকালীন এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাকে জল দেন মমতা। চিকিৎসকদের নির্দেশ দেন তাকে দেখার। গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েছিল ওই পড়ুয়া।     


কী মনে করছেন শিক্ষাবিদ?
স্কুলে ছুটি বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন, 'এই তো বর্ষা এসে যাবে। দু একদিনের মধ্যে বর্ষা এসে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। অতিমারি গেল, স্কুল এতদিন বন্ধ। অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক। নয়তো সপ্তাহে অন্তত তিনদিন খোলা থাক।'   


Education Loan Information:

Calculate Education Loan EMI