Twitter Blue Tick Mark: ট্যুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একগুচ্ছ বদল এনেছেন ইলন মাস্ক (Elon Musk)। তার মধ্যে অন্যতম হল ট্যুইটারের ব্লু টিক মার্ক (Twitter Blue Tick)। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই ঘোষণা করেছিলেন যে এবার থেকে যেকোনও ইউজার ট্যুইটার ব্লু টিক কিনতে পারবেন টাকা দিয়ে। আগে ইউজারের দেওয়া তথ্য ভেরিফিকেশন করে তার ভিত্তিতে বিনামূল্যে ব্লু টিক ভেরিফিকেশন প্রদান করা হত। তবে নতুন নিয়মে ব্লু টিক মার্ক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন টাকা দিতে কেনার অপশন চালু করতে চলেছিলেন ইলন মাস্ক। প্রাথমিক ভাবে বেশ কিছু দেশে আইওএস ইউজারদের জন্য চালুও হয়েছিল এই ফিচার। কিন্তু তারপরেই শুরু হল গন্ডগোল।
ব্লু টিক মার্ক টাকা দিয়ে কেনার পদ্ধতি শুরুর কয়েকদিনের মধ্যেই ইউজারদের অনেকেই অভিযোগ জানাতে শুরু করেন। যেসব জায়গায় এই ফিচার চালু হয়েছিল সেখানকার ইউজাররাই অভিযোগ করেছেন যে তাঁরা নতুন অপশনে সাইন আপ করার সুযোগ পাচ্ছেন না। কোথাও বা দেখা দিয়েছে অন্যান্য অসুবিধা। সম্প্রতি ট্যুইটারের তরফেই জানানো হয়েছে যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে ব্লু টিক তাকা দিয়ে কেনার অপশন আপাতত তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাহলে কি এই ফিচার আর চালু হবে না? এমন প্রশ্ন জেগেছে অনেক ইউজারের মনেই।
ইউজারদের আশ্বস্ত করে ইলন মাস্ক জানিয়েছেন যে ট্যুইটারের ব্লু টিক মার্ক টাকা দিয়ে কেনার অপশন খুব তাড়াতাড়ি চালু হবে। তবে কবে তা জানা যায়নি। আর কেনই বা আপাতত এই ফিচার ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই প্রসঙ্গেও কিছু জানাননি ইলন মাস্ক। আগে শোনা গিয়েছিল মাসে ৮ ডলারের বিনিময়ে আমেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশে ব্লু টিক মার্ক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন কিনতে পারবেন ট্যুইটার ইউজাররা। ভারতে খরচ আমেরিকার তুলনায় কিছুটা বেশি হওয়ার কথাও শোনা গিয়েছিল সেই সময়ে। পরে শোনা যায় যে মাসে ৭১৯ টাকার বিনিময়ে ভারতে ব্লু টিক মার্ক কিনতে পারবেন ইউজাররা। যদিও আপাতত ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে ব্লু টিক মার্ক কেনার অপশন সরিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।
ট্যুইটারে অফিশিয়াল লেবেল চালু হবে একথা আগেই ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। সেই অফিশিয়াল ব্যাজ চালু হয়ে গিয়েছে ট্যুইটারে। ভারতেও পাওয়া যাচ্ছে এই ফিচার। অফিশিয়াল ব্যাজের সঙ্গে সেখানে আবার রয়েছে একটি টিক চিহ্নও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ফিগার ও মিডিয়া ও খবর সংক্রান্ত অ্যাকাউন্টে এই টিক মার্ক যুক্ত অফিশিয়াল ব্যাজ যুক্ত হয়েছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫৬-র বেশি সদস্য, নোটিফিকেশন 'মিউট' করে দেবে কর্তৃপক্ষ