মেলবোর্ন: মেলবোর্নে মায়াবি সন্ধ্যায় পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেতাব নিজেদের নামে করে নিয়েছে ইংল্যান্ড (England Cricket Team)। দুরন্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে সীমাবদ্ধ করে রাখার পর, এক ওভার ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্য়াচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্যাম কারান। ব্যাট হাতে অপরাজিত ৫২ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বেন স্টোকস।
আর্থিক পুরস্কার
বিশ্বকাপ জয়ের থেকে কোনও ক্রীড় ব্যক্তিত্বের কাছে অধিক আনন্দের বিষয় কিছুই হয় না। তবে বিশ্বখেতাব জিতে আর্থিকভাবে ঠিক কতটা লাভবান হচ্ছে ইংল্যান্ড? কত টাকা পেতে চলেছেন জস বাটলাররা? বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করেছে। বিশ্বজয়ী দল ইংল্যান্ড ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২.৮৮ কোটি টাকা পুরস্কারমূল্য পেতে চলেছে। রানার্স আপ পাকিস্তান তাঁর অর্ধেক ৬.৪৪ কোটি পুরস্কারমূল্য পাচ্ছে।
বিশ্বকাপের সেমিফাইনালেই ১০ উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডেরও। এই দুই দলের প্রত্যেকে ৪০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩.২২ কোটি টাকা করে অর্থ পাবে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, আয়ার্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে- সুপার ১২-এ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া এই আট দল ৭০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬.৩৫ লক্ষ টাকা) করে পাবে।
শামির জবাব
ম্যাচে পাকিস্তানের হারের সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা বাড়তি আকার নিয়েছে। এবার সোশাল মিডিয়ায় প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারকে খোঁচা দিলেন মহম্মদ শামি। ফাইনালে হারের পর শোয়েব ট্যুইটারে হৃদয় ভেঙে যাওয়ার একটি ইমোজি পোস্ট করেছেন। সেই ইমোজি রি-ট্যুইট করে শামি লিখেছেন, ''দুঃখিত বন্ধু। এটাকেই বলে কর্মফল।'' এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১০ উইকেটে হারের পর ভারতের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শোয়েব। শামিকে কেন স্কোয়াডের অন্তর্ভূক্ত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শোয়েব। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন পাক পেসার। এবার পাল্টা শোয়েবকে খোঁচা দিলেন শামিও।
আরও পড়ুন: আফ্রিদি চোট না পেলে ম্যাচ জমে যেত, ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বললেন সচিন