মুম্বই: প্রথম ছবি 'হেরা ফেরি'। পরে সিক্যুয়েল 'হেরা ফেরি ২' মুক্তি পায়।  আর এবার আসছে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। পেটে খিল ধরানো হাসির ছবির পরবর্তী পার্ট আসার খবরে একদিকে যেমন উত্তেজিত দর্শকেরা। তেমন অন্যদিকে, অক্ষয় কুমারের (Akshay Kumar) জুতোয় কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) পা গলানো নিয়ে কত চর্চা হচ্ছে না। এমনটা প্রথমবার নয়। এর আগে যখন 'ভুলভুলাইয়া'র সিক্যুয়েল 'ভুলভুলাইয়া টু'-তে অক্ষয় কুমারের পরিবর্তে কার্তিক আরিয়ানের অভিনয় করার কথা শোনা যায়, তখন আক্কির অনুরাগীরা আওয়াজ তুলেছিলেন যে, জনপ্রিয় হরর কমেডি ছবির সিক্যুয়েল বক্স অফিসে একেবারেই ব্যবসা করতে পারবে না। বরং, মুখ থুবড়ে পড়বে। কিন্তু বাস্তবে ঘটে ঠিক এর উল্টোটা। কার্তিক, কিয়ারা, তব্বু অভিনীত 'ভুলভুলাইয়া টু' বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। 'হেরা ফেরি ৩'-এর ক্ষেত্রে কী হবে? তার উত্তর সময় দেবে। কিন্তু তার আগে চর্চায় দুই অভিনেতার পারিশ্রমিকের অঙ্ক।


'হেরা ফেরি ৩'-এ কেন দেখা যাবে না অক্ষয় কুমারকে?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, নির্মাতাদের সঙ্গে নাকি নানা বিষয়ে মতের মিল হচ্ছে না বলিউডের খিলাড়ির। অভিনেতা যদিও বলছেন যে, স্ক্রিপ্ট তাঁর বিশেষ পছন্দ না হওয়ার কারণে তিনি এই ছবি করতে রাজি হননি। কিন্তু অন্য বেশ কিছু সূত্রে দাবি করা হচ্ছে যে, পারিশ্রমিক নিয়ে প্রযোজকের সঙ্গে মতের মিল হয়নি অভিনেতার। জানা যাচ্ছে, 'হেরা ফেরি ৩'-এ অভিনয় করার জন্য বড় দর হাঁকিয়েছিলেন অক্ষয় কুমার। তিনি নাকি প্রযোজকের কাছ থেকে পারিশ্রমিক বাবদ ৯০ কোটি টাকা চেয়েছিলেন। শুধু তাই নয়। ছবি লভ্যাংশেরও কিছু অংশ তাঁকে দিতে হবে বলে দাবি করেছিলেন। আর সেসবেই মাথায় হাত পড়ে প্রযোজকের। 


আরও পড়ুন - Shah Rukh Khan: মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকায়নি শুল্প দফতর? তাহলে?


কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক আরিয়ান?


অক্ষয় কুমার যখন 'হেরা ফেরি ৩'-এ অভিনয় করার জন্য ৯০ কোটি টাকা এবং ছবির ব্যবসার লভ্যাংশের একটা অংশ পারিশ্রমিক হিসেবে দাবি করেন, তখন প্রযোজক কথা বলেন কার্তিক আরিয়ানের সঙ্গে। তাঁর আবার এত বেশি চাহিদা নেই। তিনি ৩০ কোটি পেলেই খুশি। আর তাতেই রাজি হয়ে গিয়েছেন প্রযোজক। সূত্রের খবর এমনটাই। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি দুই তারকার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে কিছু জানানো হয়নি।


প্রসঙ্গত, একে একে অক্ষয় কুমারের বেশ কয়েকটি ছবির সিক্যুয়েলই আসছে কার্তিক আরিয়ানের ঝুলিতে। 'ভুলভুলাইয়া টু'-এর ব্যাপক সাফল্যের পর 'হেরা ফেরি ৩' আসছে। এছাড়াও শোনা যাচ্ছে, 'ওয়েলকাম ৩', 'আওয়ারা পাগল দিওয়ানা ২'-ও রয়েছে কার্তিকের ঝুলিতেই।