নয়াদিল্লি: মালিকানা বদলের পর এবার নাম বদল? তেমনটাই ইঙ্গিত মিলল ট্যুইটার মালিক এলন মাস্কের ট্যুইটে। গোটা ট্য়ুইটার ব্র্যান্ডটিকে রি-ব্র্যান্ড করার ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন মাস্ক। সূত্রের খবর, চিনের Wechat-এর মতো কোনও অ্যাপ তৈরির কথা ভাবছেন এলন মাস্ক। তিনি ট্যুইটে বলেছেন, 'শীঘ্রই আমরা ট্যুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব...ধীরে ধীরে সব পাখিকেও।' বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার পরিচিত তার লোগো- পাখির জন্য। সেই লোগোই বদলে যেতে পারে, বলছেন মাস্ক। 


তাহলে কী ধরনের লোগো হবে ট্যুইটারের? তার একটি ধারনাও ট্যুইট করেছেন তিনি...ইংরেজি অক্ষর X- এর মতো হবে নয়া লোগো। 


ট্যুইটারের বহুল প্রচলিত এবং জনপ্রিয় লোগে নীল রঙের উড়ন্ত একটি পাখি। সেই লোগো নিয়ে ট্যুইটার যে অত্যন্ত রক্ষণশীল এবং স্পর্শকাতর তা সংস্থার ওয়েবসাইটেই বলা হয়েছে। মাস্কের হাতে ট্যুইটার চলে যাওয়ার পরে সেই লোগোটাই বদলে ফেলার কাজ শুরু হয়েছে। 


 






এর আগেও একবার অস্থায়ীভাবে ট্যুইটারের লোগো বদলে ফেলা হয়েছিল। পাখির বদলে এসেছিল কুকুর। Dogecoins-এর Shiba Inu-কুকুরের ছবি ছিল ট্যুইটারের লোগো হিসেবে। সূত্রের খবর, X- অক্ষরটি নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা চালাচ্ছিলেন এলন মাস্ক। গত বছর ৪৪ বিলিয়ন ডলার খরচ করে ট্যুইটার কিনেছিলেন এলন মাস্ক। X Corp--নামের একটি সংস্থার সঙ্গে মার্জ করেছেন ট্যুইটারকে। 


 






লোগো বা নাম যে বদলে যেতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মাস্ক। এপ্রিলে নতুন সিইও Linda Yaccarino-কে স্বাগত জানানোর সময় তিনি ট্যুইটে লিখেছিলেন, 'লিন্ডার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি যাতে এই প্ল্যাটফর্মটিকে X-এ রূপান্তরিত করা যায়।' পরে অক্টোবরে তিনি বলেছিলেন, 'X তৈরির জন্যই ট্যুইটার কেনা হয়েছে।' 


মাস্ক ট্যুইটার কেনার পর থেকে নানা সময় আর্থিক চাপের সামনে পড়েছে সংস্থাটি। একাধিক ধাপে বহু কর্মী ছাঁটাই হয়েছে। আয়ের পরিমাণ ক্রমশ কমছে। সম্প্রতি ব্লু টি-বেচাও শুরু করেছে সংস্থাটি। মাসে একটি নির্দিষ্ট টাকার পরিবর্তে ব্লু টিক পাবে কোনও ব্যবহারকারী। ট্যুইটার রি-ব্র্যান্ডিংয়ের ঘোষণার আগেই মাস্ক একটি সংস্থা ঘোষণা করেছেন যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে।- সেটির নাম xAI


আরও পড়ুন: এই শেয়ারে বাজারে সুনামি, আড়াই বছরে ১০ গুণ টাকা, এখন কেনার হিড়িক !