Elon Musk: কথা রাখলেন এলন মাস্ক। এক মহিলার হাতেই তুলে দিলেন ট্যুইটারের সিইও পদ। কোম্পানির নতুন দায়িত্বে এলেন লিন্ডা ইয়াক্কারিনো। নিজেই বিষয়টি মাইক্রো ব্লগিং প্লাটফর্মে জানিয়েছেন মাস্ক।


Business News: ট্যুইটারের মালিক বলেছেন,  ''আমি লিন্ডা ইয়াক্কারিনোকে টুইটারের নতুন সিইও হিসেবে স্বাগত জানাতে পেরে উত্তেজিত  ! লিন্ডা কোম্পানির প্রাথমিকভাবে ব্যবসায়িক বিষয়গুলি দেখবে। অন্যদিকে আমি প্রোডাক্ট ডিজাইন ও নতুন প্রযুক্তির দিকে নজর রাখব। লিন্ডার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ রইলাম। এই প্ল্যাটফর্মটিকে X অর্থাৎ সবকিছুর অ্যাপে রূপান্তরিত করতে চাই । ''


Twitter CEO: লিন্ডা ইয়াকারিনো কে ?
লিন্ডা ইয়াকারিনো ২০১১ সাল থেকে এনবিসি ইউনিভার্সালের সাথে যুক্ত। তিনি কোম্পানির গ্লোবাল এইড অ্যান্ড পার্টনারশিপে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। লিন্ডা ইয়াকারিনো হলেন NBC ইউনিভার্সালের টপ অ্যাডভার্টাইজিং সেলস এক্সিকিউটিভ। এর আগে লিন্ডা বিনোদন ও ডিজিটাল বিজ্ঞাপন বিভাগেও কাজ করেছেন। লিন্ডা টার্নারে ১৯ বছর ধরে কাজ করেছেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিইও, বিজ্ঞাপনের প্রধান হিসাবে কাজ করেছেন।


পেন স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সেরেছেন লিন্ডা। লিবারেল আর্টস ও টেলি কমিউনিকেশন পাঠ্য় বিষয় ছিল তাঁর। মনে করা হচ্ছে, ট্যুইটারের মতো মাইক্রো ব্লিগং প্লাটফর্মে তাই লিন্ডাকেই বেছে নিতে চাইছেন মাস্ক।


Elon Musk Update: অক্টোবরে ট্যুইটার কিনে নেন মাস্ক
গত বছরের অক্টোবরে ৪৪  বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন এলন মাস্ক। তারপরে কোম্পানিতে শুরু হয় অনেক পরিবর্তন। টুইটার কর্মীদের বরখাস্ত করা থেকে শুরু করে এলন মাস্ক নীল টিক ইত্যাদির জন্যও টাকা নেওয়া শুরু করেছেন।


AI Update:  মাইক্রোসফ্ট ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কড়া টক্কর দিতে আসছেন এলন মাস্ক। ট্যুইটার ও টেসলার কর্ণধার জানিয়েছেন, তাঁর AI বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। গ্রাহকদের প্রশ্নের উত্তরে শেখানো বুলি আওড়াবে না এই প্রযুক্তি। পলিটিক্যালি কারেক্ট থাকার পরিবর্তে "সত্য-সন্ধানী AI" হবে এই ট্রুথজিপিটি (TruthGPT)। 


TruthGPT News: সম্প্রতি নিজের নতুন AI নিয়ে মুখ খুলেছেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছেন, বাকিদের একেবারে অন্য ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এরই মধ্যে এক সাক্ষাকারে চ্যাটজিপিটির ভয়াবহতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এই ধনকুবের। তিনি বলেছেন, ''এই ধরনের আর্টিফিসিআল ইনেটলিজেন্সের মাধ্যমে সভ্যতা ধ্বংসের দিকে যেতে পারে।"


আরও পড়ুন : WhatsApp Spam Calls: বিদেশি স্প্যাম কলে জেরবার হোয়াটসঅ্যাপ, এবার নিচ্ছে এই কৌশল