কলকাতা:  দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলছে'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এবার ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেল এই ছবি। নেটফ্লিক্সে ইতিমধ্য়েই স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির। 



এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway)  ট্রেলারে যে আঁচ পাওয়া গিয়েছে, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার ও ট্রেলার।


এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে বলিউডের বাদশা শাহরুখ খান। ছবির গোটা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তিনি। তবে বিশেষভাবে উল্লেখ করেন রানি মুখোপাধ্য়ায়ের কথা। ছবির প্রশংসায় তিনি ট্য়ুইট করে লিখেছিলেন, “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য় আমার রানি, এই পারফরম্যান্স একজন রানির পক্ষেই সম্ভব। পরিচালক আশিমা অত্য়ন্ত সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম তুলে ধরেছেন। ছবিটি অবশ্য়ই দেখুন।”


আরও পড়ুন...


Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস


শাহরুখের পাশপাশি, কিয়ারা আডবাণীও (Kiara Advani) তার ইনস্টাগ্রামে পোস্টে ছবিটি সম্পর্কে আবেগপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, 'এই গল্প হৃদয়কে ছুঁয়ে যায়। রানি মুখোপাধ্য়ায়, তুমিই সেরা। অবিশ্বাস্য পারফরম্যান্স পুরো টিমের। এটা জেনে আমার হৃদয় ভেঙে যায় যে এমনও পরিবার আছে যারা এই ঘটমার মধ্য দিয়ে যায়।  একজন মায়ের শক্তি অতুলনীয়। এমন একটি গল্প তুলে ধরার জন্য পুরো টিমকে অভিনন্দন।'


আলিয়া ভট্টও ছবিটি দেখে এককথায় আপ্লুত। তিনি লিখেছিলেন,  “শনিবার রাত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' দেখতে গিয়ে মা আর বোনের সঙ্গে আমিও কান্নায় ভেঙে পড়লাম। রানি মুখোপাধ্য়ায় প্রতিবারের মতই অসম্ভব উজ্জ্বল। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' একটি গল্প বলার মতো গুরুত্বপূর্ণ বিষয় । আমার জন্য, বিশেষ করে একজন নতুন মা হিসাবে, আমাকে এই ছবি বিশেষভাবে নাড়া দিয়ে গেছে। রানি ম্যাম - আপনার মত কেউ নেই!"


আরও পড়ুন...


Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?