নয়া দিল্লি : এবার থেকে ট্যুইটার হ্যান্ডল ব্যবহারের জন্য টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা ট্যুইটার (Twitter)। তবে টাকার অঙ্ক খুব বেশি হবে না বলে ইঙ্গিত দিলেন ট্যুইটারের নতুন মালিক ও আমেরিকার ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। 


ট্যুইট করে মাস্ক জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীদের ট্যুইটার ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না। আগের মতোই তাঁরা বিনামূল্যে এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন। তবে সরকার, সরকারি সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ট্যুইটার ব্যবহারকারীদের সামান্য খরচ দিতে হতে পারে। ট্যুইটে জানান ইলন মাস্ক।


খবর অনুযায়ী, ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ট্যুইটার কেনার পর, ইলন মাস্ক পরিকল্পনা করছেন, এই মাইক্রেব্লগিং সংস্থায় একাধিক বড় পরিবর্তন আনার। এমনকী এটাও শোনা যাচ্ছে, সংস্থার সিইও পরাগ আগরওয়াল ও পলিসি হেড বিজয় গাড্ডে-কেও সংস্থা থেকে সরানো হতে পারে। 


পরাগকে টুইটারের দায়িত্ব থেকে সরাবেন মাস্ক ?


টুইটার কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলাকালীন, এপ্রিল মাসেই টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের সঙ্গে এ নিয়ে ইলনের কথা হয়েছিল। সূত্রের খবর, সেই সময়ই ইলন জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান টুইটার ম্যানেজমেন্টের উপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর। গত বছর নভেম্বরেই দায়িত্ব হাতে পেয়েছিলেন পরাগ। তাঁর জায়গায় কাকে নিযুক্ত করবেন ইলন, তা যদিও স্পষ্ট নয়। তবে এক-দু’জন নন, টুইটারের দায়িত্ব হাতে পেতে কয়েক দিস্তা বায়োডেটা জমা পড়েছে বলে খবর।


তবে মাস্ক জমানায় টুইটারের CEO থাকুন বা না থাকুন, কোনও ক্ষেত্রেই পরাগের লাভ বই ক্ষতি নেই বলে মনে করা হচ্ছে। কারণ কর্পোরেট গবেষণা সংস্থা ইক্যুইলারের দাবি, টুইটারের সঙ্গে চুক্তি অনুযায়ী, নিযুক্তির ১২ মাসের মধ্যে সরানো হলে তাঁকে ৪ কোটি ২০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন কর্তৃপক্ষ, সে মালিকানা যাঁর হাতেই থাকুক না কেন।


এদিকে ট্যুইটে কোনও ভুল হলে তা শুধরে নেওয়ার জন্য এডিট বাটন দেওয়ার পরিকল্পনা করছে ট্যুইটার। মঙ্গলবার এই টুলের প্রথম ঝলক প্রকাশ করেন অ্যাপ রিসার্চার ও রিভার্স ইঞ্জিনিয়ার জেন মাচুন।