ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে বলেই পূর্বাভাস। হতে পারে হালকা বৃষ্টি। যদিও সকালে মেঘের আড়ালে উঁকি দিচ্ছে নীল আকাশ। রঙ বদলেছে মেঘেরও। যদিও সপ্তাহান্তে এমনটা থাকবে না, বদলাবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।


নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে


হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮৫ শতাংশ। যদিও আগামীকাল রাজ্যের ১৫ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। 


আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে


একুশে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি নামবে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। অপরদিকে, উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই


হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে যাওয়ায় কমবে বৃষ্টি। বাড়বে গরম, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ ও কাল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে, দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই। তবে আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।


আরও পড়ুন, ১০০-র নিচে পেট্রোল দেশের এই শহরে ! আজ কলকাতা-সহ জেলায় জ্বালানির দর কত ?


ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা উত্তরবঙ্গে


ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা উত্তরবঙ্গে। গত কয়েকধরেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে।  এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে।  গতবছর ৩ অক্টোবর, ভোররাতে প্রবল বৃষ্টিতে ফেটে যায় উত্তর সিকিমের দক্ষিণ লোনক লেক। হ্রদভাঙা সেই বিপর্যয়ে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছিল!সর্বগ্রাসী তিস্তা তছনছ করে দিয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে। সিকিমের দুর্যোগে তাই এবারও সিঁদুরে মেঘ দেখছে বাংলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

বিস্তারিত আসছে...