নয়াদিল্লি: কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন উদয় কোটাক (Uday Kotak)। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মেয়াজ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিয়ে দিলেন উদয়। ১ সেপ্টেম্বর থেকে তাঁর ইস্তফা কার্যকর হল। এর ফলে কোটা মহিন্দ্রা ব্যাঙ্কের নন-এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবেই শুধুমাত্র থাকতে পারবেন উদয়। (Kotak Mahindra Bank)
শনিবার কোটা মহিন্দ্রা ব্যাঙ্কের বোর্ড মিটিং ছিল। সেখানে উদয়ের পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে খবর। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাও উদয়। বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান প্রকাশ আপ্তেকে ইস্তফা ধরিয়েছেন তিনি। কারণ হিসেবে লিখেছেন, 'বেশ কিধু দিন ধরেই পদ ছাড়ার কথা ভাবছিলান। পদত্যাগ করাই সঠিক বলে মনে হয়েছে আমার'।
ইস্তফাপত্রে উদয় আরও লেখেন, 'কোটাক মহিন্দ্রা ব্য়াঙ্কের উত্তরাধিকারীর প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছিল আমাকে। এ বছরের শেষ নাগাদই চেয়ারম্যান, আমার এবং যুগ্ম ম্যানেজিং ডিরেক্টরের মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে সবকিছু যাতে মসৃণ ভাবে এগোয়, তার নিশ্চিত করতে চেয়েছিলাম। তাই এই পদক্ষেপ করলাম। স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলাম আমি'।
ইতিমধ্যেই উদয়ের পদত্যাগের কথা বম্বে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোটা মহিন্দ্রা ব্যাঙ্ক। উদয় পদ ছাড়ার পর আপাতত ব্যাঙ্কের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর দীপক গুপ্ত MD এবং CEO-র দায়িত্ব সামলাবেন। তবে তিনিও এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্তই পদে রয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কোটাক মহিন্দ্রার বোর্ডের সদস্যদের তাতে সম্মতি থাকা প্রয়োজন। ইতিমধ্যেই সেই মর্মে আবেদন জানানো হয়েছে।
কোটাক মহিন্দ্রার তরফে জানানো হয়েছে, MD এবং CEO হিসেবে দীপক যাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন, তার জন্য ইতিমধ্যেই RBI-এর কাছে আবেদন জানানো হয়েছে। তার পর ১ জানুয়ারি, ২০২৪ থেকে নতুন কারও হাতে দায়িত্ব ন্যস্ত হবে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাও উদয়ের হাতেই। ২০০২ সালের ১ অগাস্ট থেকে ব্যাঙ্কের MD এবং CEO-র দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।