তাপসী বলেছেন, তাঁদের গুরুদ্বার যাওয়ার রাস্তায় বেশ কয়েকটা দোকান ছিল, সেগুলোতে বাইরের লোকজন খাওয়াদাওয়া করত। এত ভিড় হত যে ধাক্কাধাক্কি লেগে যেত। তাঁর সঙ্গে কয়েকবার অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু একবার ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁর আগে থেকে মনে হয়, খারাপ কিছু ঘটতে পারে। মানসিকভাবে তৈরি হয়ে যান তিনি। তখনই বুঝতে পারেন, কেউ পিছন থেকে গায়ে হাত দিচ্ছে।
বারদুয়েক এমন ঘটতেই তাপসী ঘুরে দাঁড়িয়ে লোকটির আঙুল মুচড়ে দেন। এরপরই সে দ্রুত সরে যায় সেখান থেকে।
তাপসী এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনের ওপর সাবাস মিঠু ছবিটি করছেন। মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্ট লুক।