Tax Relief in Budget: আগামী ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট নিয়ে ভারতের চাকরিজীবীদের অনেক প্রত্যাশা রয়েছে। সরকার যদি এই চাকরিজীবীদের (Budget 2024) কর ছাড় দেন, তাহলে তাদের ক্রয় ক্ষমতাও আরও বাড়বে এবং তাঁর ফলে বাজারে টাকার লেনদেনও আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর এই কর ছাড়ের (Income Tax Standard Deduction) বিষয়টিও সরকার বেশ গুরুত্ব সহকারে দেখছে বলেই সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। বাজেট আসার আগে এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।


ক্রয় ক্ষমতা বাড়বে চাকরিজীবীদের


ভারতের অর্থনৈতিক অগ্রগতি খুব দ্রুত গতিতে হচ্ছে, তবে দেশের চাকরিজীবীদের বেতন বাড়ছে খুব ধীর গতিতে। আর এই কারণেই মধ্যবিত্ত চাকরিজীবীদের নিত্যদিনের খরচ মাথার উপরে উঠে যাচ্ছে। আর তাই অনেক মেপে খরচ করে চলেছেন বেতনভুক এই গোষ্ঠী। এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে আয়করের মত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অন্তর্বর্তীকালীন বাজেটে তিনি আলোচনা করতে চান না। আর তাই এবার পূর্ণাঙ্গ বাজেটেই এই আয়কর নিয়ে কোনও বড় ঘোষণা থাকবে বলে মনে করছেন চাকরিজীবীরা। এবারের বাজেট কি তাদের নিত্যদিনের ঊর্ধ্বমুখী খরচের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহায়তা দেবে ?


স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং ট্যাক্স স্লাবে ছাড়


রিপোর্ট বলছে, অর্থমন্ত্রক নতুন কর আইনের অধীনে বাড়াতে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ১ লাখ টাকা। এছাড়াও ট্যাক্স স্ল্যাবগুলিতে বড়সড় পরিবর্তন আশা করা হচ্ছে। এই ট্যাক্স স্ল্যাব এখন রয়েছে ৫ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকার মধ্যে। এর পাশাপাশি এনপিএস কর ব্যবস্থাতেও পরিবর্তন আশা করা হচ্ছে। তাছাড়া সরকার পুরনো কর ব্যবস্থার অধীনে ট্যাক্স স্ল্যাবেও বদল আনতে চলেছে বলে জানা গিয়েছে।


বাড়তে পারে বাড়ি ভাড়ার ভাতা (HRA)


কোভিড মহামারীর পর দেশজুড়ে বাড়ি ভাড়া ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এই ভাড়ার কারণে মধ্যবিত্তের বাজেট খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই অবস্থায় বাড়ি ভাড়ার জন্য বেতনের সঙ্গে যে ভাতা দেওয়া হয়, তাতেও ছাড় মিলবে বলে মনে করা হচ্ছে। একেকটি শহরে একেকরকম HRA দেওয়া হয়। আশা করা হচ্ছে, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু সহ অনেক বড় শহরকেও মেট্রো সিটির আওতায় আনা হবে। দিল্লি এবং মুম্বইয়ের চাকরিজীবীরা যে বাড়িভাড়ার ভাতা পান, তাঁর মতই অন্যান্য শহরগুলির চাকরিজীবীদের HRA দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Petrol Diesel Price: মঙ্গলের বাজারে দাম বাড়ল পেট্রোলের ? কলকাতায় কত করে লিটার ?