নয়াদিল্লি : অন্তর্বর্তী বাজেটে (Interim Budget 2024) দেশের ক্রীড়া সাফল্যের খতিয়ান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Union Finance Minister Nirmala Sitharaman) গলায়। ক্রীড়া জগতে দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। অর্থণন্ত্রী বলেন, ২০২৩ সালে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসে সর্বাধিক পদক জয় আমাদের আত্মবিশ্বাসকে তুলে ধরে। ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছে আমাদের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞাননন্দ। আজ দেশে, দাবায় ৮০-র বেশি গ্র্যান্ডমাস্টার আছে। ২০১০ সালে যা ছিল ২০।