Auto: সেপ্টেম্বর(September) মাসটি ভারতীয় বাজারে গাড়ি লঞ্চের(Car Launch) ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই তালিকায় SUV-র পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক গাড়ি(Electric Cars) ৷ জেনে নিন, কোন গাড়িগুলি আসছে আগামী মাসে।


Honda Elevate: এই তালিকায় প্রথম নাম হল Honda Elevate-এর। আগামী ৪ সেপ্টেম্বর কোম্পানিটি তাদের গাড়ি লঞ্চ করতে চলেছে। 4 সেপ্টেম্বর হবে এই লঞ্চ। তবে এরই মধ্যে বুকিং শুরু হয়ে গেছে। এই SUV বাজারে তার চার ধরনের SUV ভেরিয়েন্ট আনতে চলেছে ৷ সেপ্টেম্বরে লঞ্চ করা দ্বিতীয় গাড়িটি হল Volvo C40 রিচার্জ,যেটি XC40-এর পরে ভারতে প্রবেশকারী কোম্পানির দ্বিতীয় সর্ব-ইলেকট্রিক গাড়ি হবে। এটি একটি 78 kWh ব্যাটারি প্যাক দিয়ে সজ্জিত করা হয়েছে,যা 530 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে।


Tata Nexon Facelift: আগামী মাসে লঞ্চের তালিকায় এরপরই রয়েছে Tata Nexon ফেসলিফটের নাম। টাটার এই সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িটি আপডেট করে বাজারে আনা হচ্ছে, যা কার্ভ কনসেপ্টের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। ১৪ সেপ্টেম্বর এই SUV লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।


Tata Nexon EV Facelift: পরের মাসে লঞ্চ হবে Tata Nexon EV ফেসলিফ্ট। এই গাড়ি ১৪ সেপ্টেম্বর লঞ্চ করা হতে পারে। Tata Nexon EV হল কোম্পানির উচ্চ চাহিদাসম্পন্ন বৈদ্যুতিক গাড়ি।


Mercedes EQE electric car: একই সময়ে মার্সিডিজ ইকিউই ইলেকট্রিক গাড়িও ১৫ সেপ্টেম্বরে লঞ্চ হবে। এই বিলাসবহুল গাড়িটি 90.6 kWh ব্যাটারি প্যাক সহ বিশ্ব বাজারে দেখা যাবে। যা প্রতি চার্জে 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।


Citroën C3 Aircross  এই তালিকার শেষ গাড়ি যা সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এটি ফরাসি গাড়ি নির্মাতার Citroën C3 Aircross কমপ্যাক্ট SUV, যা ভারতে 5-7 আসনের ব্যবস্থার বিকল্পগুলির সঙ্গে আসতে চলেছে। এটি আপাতত একটি ম্যানুয়াল বিকল্পের সঙ্গে দেওয়া হবে,পরে এর স্বয়ংক্রিয় সংস্করণ বাজারে দেখা যেতে পারে।


আরও পড়ুন Kia EV5 Electric: কিয়া আনছে নতুন ইলেকট্রিক কার, প্রকাশ্যে এল ছবি


Car loan Information:

Calculate Car Loan EMI