IPO: নতুন নতুন সংস্থা বাজার থেকে টাকা তোলার জন্য তাঁদের আইপিও নিয়ে আসে, প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু আইপিও আসে শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেন, শেয়ার লিস্টিং হলে তাঁদের ডিম্যাট অ্যাকাউন্টে চলে যায় সেই সংস্থার শেয়ার (Upcoming IPO)। প্রিমিয়াম প্রাইসের থেকে লিস্টিং প্রাইস বাড়লে শুরুতেই অনেকটা মুনাফা ঘরে তুলতে পারেন বিনিয়োগকারীরা। সেই উদ্দেশ্যেই অনেকে আইপিওতে বিনিয়োগ করেন। এই সপ্তাহে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে এমনই বেশ কিছু সংস্থার আইপিও আসতে চলেছে, আবার একইসঙ্গে কিছু সংস্থার শেয়ারের লিস্টিংও হবে এই সপ্তাহেই। নজর রাখুন কোনটিতে আপনার বিনিয়োগ আছে, আর কোনটিতে বিনিয়োগ করতে চাইছেন তাঁর উপরে।


মোট ৬টি নতুন আইপিও আসতে চলেছে এই সপ্তাহে আর ৫টি শেয়ারের লিস্টিং হতে চলেছে। সংস্থাগুলি বাজার থেকে ৩০০০ কোটি টাকা তোলার জন্য আইপিও আনছে বলে জানা গিয়েছে। এই সপ্তাহে মেনবোর্ডে থাকছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রিজ, এক্সিকম টেলি সিস্টেম, ভারত হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার এই তিনটে আইপিও থাকছে। এছাড়াও আসছে পূর্বা ফ্লেক্সিপ্যাক, ওয়াইস মেটাল অ্যান্ড মিনারেল প্রসেসিং এবং এমভিকে অ্যাগ্রো ফুড প্রডাক্টের আইপিও (Upcoming IPO)।


Xicall Tele Systems IPO


২৭ ফেব্রুয়ারি এই আইপিও লঞ্চ হচ্ছে বাজারে এবং এর সাবস্ক্রিপশন চালু থাকবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ৩২৯ কোটি টাকার শেয়ারের ইস্যু রয়েছে এই আইপিওতে এবং এর মাধ্যমে ৭০.৪২ লক্ষ শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছে সংস্থা। আইপিওর প্রাইসব্যান্ড রয়েছে ১৩৫ টাকা থেকে ১৪২ টাকা। এই শেয়ারে বিনিয়গ করতে চাইলে একটি লটে ন্যূনতম ১০০টি শেয়ার কিনতে হবে আপনাকে।


Platinum Industries IPO


এই সংস্থার আইপিও আসছে ২৭ ফেব্রুয়ারি এবং ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইপিওতে বিড করা যাবে। ২৩৫ কোটি টাকার ইস্যু বাজারে ছাড়ছে এই সংস্থা। প্রতিটি আইপিওর (Upcoming IPO) প্রাইস ব্যান্ড থাকছে ১৬২-১৭১ টাকা।


এছাড়া এই সপ্তাহে আরও একটি বড় আইপিও আসতে চলেছে Bharat Highways invIT যারা বাজার থেকে ২৫০০ কোটি টাকা তোলার জন্য আইপিও আনছে। ৯৮ টাকা থেকে ১০০ টাকার প্রাইস ব্যান্ডের মধ্যে এই আইপিও চালু হবে ২৮ ফেব্রুয়ারি, সাবস্ক্রিপশন চলবে ১ মার্চ পর্যন্ত।


কোন ৫ শেয়ারের লিস্টিং এই সপ্তাহে


জুনিপার হোটেলস, জিপিটি হেলথকেয়ার, ডীম রোল টেক, জেনিথ ড্রাগস, সদাভ শিপিং ইত্যাদি সংস্থাগুলির আইপিও আগেই এসেছিল বাজারে, এবার এই সপ্তাহেই তাঁদের শেয়ারের লিস্টিং হতে চলেছে। এই আইপিওতে বিনিয়োগ করে থাকলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় )


আরও পড়ুন: Gold Rate Today: সপ্তাহের শুরুতে দাম কি বাড়ল সোনার ? রাজ্যে আজ সোনা-রুপোর রেট কত ?