কলকাতা: খুব শিগগির প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স মেইনের দ্বিতীয়পত্রের ফলাফল (JEE Mains Paper 2 Result Out)। গত ১২ ফেব্রুয়ারি প্রথমপত্র অর্থাৎ পেপার ওয়ানের ফল প্রকাশ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। ওই বিজ্ঞপ্তির শেষেই উল্লেখ করা হয় পেপার ২-এর ফলাফলের কথা। এনটিএ-এর তরফে বলা হয়, খুব শিগগির দ্বিতীয় পত্র অর্থাৎ পেপার টু-এর ফল প্রকাশিত হবে।


কীভাবে রেজাল্ট দেখতে হবে (How To Check JEE Mains Paper 2 Result) ?



  • জয়েন্ট এন্ট্রান্স মেইনের মূল ওয়েবসাইটে যেতে হবে। 

  • সেখানে জয়েন্ট এন্ট্রান্স মেইনের পেপার ২-এর স্কোরকার্ড লিঙ্ক দেওয়া থাকবে।

  • নির্দিষ্ট স্থানে প্রথমে নিজের অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে।

  • এর পর সেখানে ডেট অব বার্থ বসাতে হবে।

  • লগইন করে রেজাল্ট ডাউনলোড করে নিতে হবে।


কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেন ?


ন্যাশনাল টেস্টিং এজেন্সির তথ্য অনুযায়ী, চলতি বছরে ৫৫,৪৯৩ জন পেপার টু-এর পরীক্ষা দিতে বসেন। তবে পরীক্ষার জন্য রেজিস্টার করিয়েছিলেন মোট ৭৪০০২ জন। অর্থাৎ ৭৫ শতাংশ পরীক্ষা দিতে বসেন। 


জয়েন্ট এন্ট্রান্সের খুঁটিনাটি (Details Of JEE Mains Paper 2 Result)


সব মিলিয়ে ৫৪৪ সেন্টারে পরীক্ষা হয়েছে। মোট ২৯১টি শহরে জয়েন্ট এন্ট্রান্স মেইনের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ২১টি শহর দেশের বাইরে। ২০২৪ সালের পরীক্ষা মোট ১৩টি ভাষায় নেওয়া হয়েছিল। বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দু ভাষায় পরীক্ষা নেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি আর্কিটেকচার ও প্ল্যানিংয়ের পরীক্ষা সিঙ্গল শিফটে আয়োজন করা হয়। বেলা ৩টে থেকে সন্ধ্য়ে ৬ টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। সব মিলিয়ে সেশনের পেপার ২-এ রেজিস্ট্রেশন করেছিলেন ৭৪০০০ জন। 


দেশের সেরা কারিগরি প্রতিষ্ঠান  (Best IITs by NIRF)


২০২৩ সালের ন্যাশনাল ইন্সটিটিউট র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী, সারা দেশের মধ্যে পয়লা নম্বরে ছিল আইআইটি মাদ্রাজ। এর পর আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে ছিল দ্বিতীয় ও তৃতীয় স্থানে। চতুর্থ স্থান অর্জন করেছিল আইআইটি কানপুর। পঞ্চম স্থানে দখল করে নেয় আইআইটি রুরকি।  


ডিসক্লেইমার: পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।


আরও পড়ুন - ONGC Recruitment 2024: কনসালট্যান্ট পদে নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC-তে, কত শূন্যপদ ? কারা যোগ্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI