Initial Public Offerings:আগামীকাল  সপ্তাহে অনেক নতুন কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পাবেন বাজারে। এর মধ্যে কিছু আইপিও আসছে যাদের নাম ইতিমধ্যেই বাজারে অনেকে জানেন। 


Share Market Update: এবার সেনকো গোল্ড আনছে আইপিও (Senco Gold IPO)। ৪০৫কোটি টাকার ইনিশিয়াল পাবলিক অফার (IPO) আনার কথা নিশ্চিত করেছে কোম্পানি। আগামী  ৪ জুলাই বাজারে আসছে এই আইপিও।


Senco Gold IPO: কবে কিনতে পারবেন ?
তিন দিনের আইপিও ৬ জুলাই বন্ধ হবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডিং ৩ জুলাই খোলা হবে। সেবির পাওয়া তথ্য অনুসারে, রেড হেরিং প্রসপেক্টাস (RHP) সেই কথা বলছে। এখানেই কোম্পানির যাবতীয় নথি সেবির কাছে জমা থাকে।


কত টাকার শেয়ার ইস্যু 
এই IPO-তে ২৭০ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু বাজারে আনা হবে। এর মধ্য়ে শেয়ারহোল্ডার - SAIF Partners India IV Ltd-এর ১৩৫ কোটি পর্যন্ত ইক্যুইটি শেয়ারের অফার ফর সেল (OFS)রয়েছে।


Senco Gold IPO: কী কাজে ব্যবহার করা হবে এই টাকা 
কোম্পানি নতুন ইস্যু থেকে ১৯৬ কোটি টাকা কার্যকারী মূলধন হিসাবে কাজে লাগাবে। বাকি আইপিও থেকে তোলা টাকা সাধারণ কর্পোরেট কাজের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। অন্তত তেমনই প্রস্তাব করেছে কোম্পানি।


CRISIL রিপোর্ট অনুসারে, কলকাতা-সদর দফতর সেনকো গোল্ড হল ভারতের পূর্বাঞ্চলে দোকানের সংখ্যার ভিত্তিতে বৃহত্তম সংগঠিত খুচরো গয়নার দোকান। এছাড়াও পূর্ব ভারতে এই জুয়েলারি ব্র্যান্ডের বহু খুচরো বিক্রেতা রয়েছে। বর্তমানে পূর্বের রাজ্যগুলির বাইরে ভৌগলিক পদচিহ্ন রেখেছে কোম্পানি। ভবিষ্যতে এই ব্যবসা আরও সম্প্রসারিত করতে চাইছে সেনকো গোল্ড।


আলফালজিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিও
এই আইপিওটি 3 জুলাই 2023 থেকে 6 জুলাই 2023 পর্যন্ত খোলা থাকবে৷ এর ইস্যুর পরিমাণ 13,41,600 শেয়ার৷ 10 টাকা মূল্যের শেয়ারের ইস্যু মূল্য শেয়ার প্রতি 96 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মার্কেট লট 1200 শেয়ার এবং বিনিয়োগকারীরা কমপক্ষে 1200 শেয়ারের জন্য বিড করতে পারেন। এতে সর্বোচ্চ 11,41,200টি শেয়ারের জন্য বিড করা যাবে। এর তালিকা বিএসইতে হবে।


ভিনটেজ কফি অ্যান্ড ড্রিঙ্ক লিমিটেড
এই রাইট ইস্যুর জন্য 10 টাকা মূল্যে শেয়ার ইস্যু করা হবে যা 3 জুলাই থেকে 10 জুলাই, 2023 এর মধ্যে খোলা হবে৷ এর মার্কেট লট 1 শেয়ারের৷ রাইট ইস্যুর আকার 3,49,01,136 শেয়ার।


আরও পড়ুন : Best Small Cap Funds: বাজারকে হার মানাচ্ছে এই ১০টি স্মল ক্যাপ ফান্ড, বছরে ৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন