Share Market: পরপর বেশ কিছু আইপিও এই মাসে বাজারে এসেছে। তাঁর মধ্যে কিছু কিছু আইপিওতে বিপুল সাড়া মিলেছে। ৩৫-৫০ শতাংশ পর্যন্ত মুনাফা এসেছে এই সমস্ত আইপিওগুলিতে। বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই সমস্ত আইপিওগুলি। এবার নতুন অর্থবর্ষেও আইপিওর তালিকা বেশ অনেকটাই ভারি। নতুন বড় সংস্থার আইপিও বলতে আসছে ভারতী হেক্সাকমের আইপিও আর তাছাড়া SME সেগমেন্টে চলতি অর্থবর্ষের শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ ২৮ মার্চেই বাজারে এসেছে K2 Infragen-এর আইপিও। কত যাচ্ছে এর জিএমপি ?
K2 Infragen-এর আইপিও
আগামী সপ্তাহের বুধবারই এই K2 Infragen-এর আইপিওর সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই ৫৫ শতাংশ সাবস্ক্রিপশন পেয়েছে এই সংস্থা। সংস্থার পক্ষ থেকে এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ১১১ টাকা থেকে ১১৯ টাকা প্রতিটি ইকুইটি শেয়ারে। কিছুদিনের মধ্যেই এই বুকবিল্ড ইস্যু NSE ও BSE-তে তালিকাভুক্ত হবে। আজ গ্রে মার্কেটে এই শেয়ারের দাম ৩১ টাকা প্রিমিয়ামে চলছে। এখনও যারা এই আইপিওতে বিনিয়োগ করতে চান, দেখে নিন K2 Infragen আইপিওর ১০ গুরুত্বপূর্ণ বিষয়।
জিএমপি কত যাচ্ছে
আজকের বাজারের তথ্য অনুযায়ী K2 Infragen IPO-র জিএমপি এখন ৩১ টাকা প্রিমিয়ামে সাবস্ক্রাইব হচ্ছে।
আইপিওর দাম কত
K2 Infragen-এর আইপিওর প্রাইসব্যান্ড সংস্থার পক্ষ থেকে রাখা হয়েছে ১১১ টাকা থেকে ১১৯ টাকা।
সাবস্ক্রিপশন করা যাবে কতদিন পর্যন্ত ?
২৮ মার্চ শুরু হয়েছে এই সংস্থার আইপিওতে বিডিং। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।
সাবস্ক্রিপশন স্ট্যাটাস
প্রথম দিনের বিডিংয়ের পরেই এই SME সেগমেন্টের আইপিও ০.৫৫ গুণ সাবস্ক্রিপশন হয় আর এর রিটেইল অংশের সাবস্ক্রিপশন হয় ০.৭৪ গুণ। তবে একইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই সংস্থার আইপিওর ০.৮৫ গুণ সাবস্ক্রাইব হয়েছে।
আইপিওর লট সাইজ কত
K2 Infragen-এর আইপিওর মাধ্যমে ৪০.৫৪ কোটি নতুন শেয়ার বাজারে ছেড়েছে সংস্থা। এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে একসঙ্গে আপনাকে ১২০০টি শেয়ারের একটি লট কিনতে হবে।
কবে লিস্টিং, কবে অ্যালটমেন্ট
আগামী ৪ এপ্রিল হবে এই আইপিওর অ্যালটমেন্ট আর ৮ এপ্রিল NSE ও BSE-তে এই আইপিও তালিকাভুক্ত হবে বলে জানা গিয়েছে সংস্থার পক্ষে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Upcoming IPO: বড় আইপিও আসছে পরের সপ্তাহেই, তালিকাভুক্ত হবে ১০টি শেয়ার- নজরে রেখেছেন ?