Afcons Infrastructure IPO: সাপুরজী পালোনজি গ্রুপের এই বৃহৎ সংস্থা অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচারের আইপিও সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সেবির (Upcoming IPO) তরফ থেকে অনুমোদন পেয়েছে। ফলে খুব শীঘ্রই এই ৭ হাজার কোটির আইপিও বাজারে আসবে। এই বছর মার্চ মাসে আইপিওর ড্রাফট জমা দিয়েছিল অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার (Afcons Infrastructure)। সাপুরজী পালোনজী গ্রুপের (Sapporji Palonji Group) এই ইনফ্রাস্ট্রাকচার সংস্থা মূলত পরিচিত বড় বড় প্রজেক্টের জন্য।


৫৭৫০ কোটি টাকার স্টেক বিক্রি করবে গোস্বামী ইনফ্রাটেক


অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচারের এই আইপিওর মাধ্যমে ১২৫০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে এবং বাকি ৫৭৫০ টাকার শেয়ার বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে। গোস্বামী ইনফ্রাটেক সংস্থা তাদের ৫৭৫০ কোটি টাকার স্টেক বিক্রি করবে এই আইপিওর মাধ্যমে। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা সংস্থার সমৃদ্ধির প্রয়োজনে কাজে লাগবে। এমনকী এই টাকা দিয়ে ঋণ শোধও করা হবে। এই আইপিওর রেজিস্ট্রার হিসেবে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার সংস্থা নিয়োগ করেছে আইসিআইসিআই সিকিউরিটিজ, ড্রাম ক্যাপিটাল, জেফারিজ, নোমুরা, নুভামা এবং এসবিআই ক্যাপিটালকে যারা এর বুক রানিং লিড ম্যানেজার। এর কিছুদিন আগেই সাপুরজী পালোনজী গ্রুপ তাদের ঋণ কমানোর জন্য বেশ কিছু সম্পদ বিক্রি করেছে বাজারে।


রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনেছিল স্টার্লিং উইলসন সংস্থা


এখন সংস্থার মালিক হিসেবে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার সংস্থায় ৯৯.৪৮ শতাংশ স্টেক রয়েছে। এর আগে সাপুরজী পালোনজী গ্রুপ স্টার্লিং উইলসন রিনিউয়েবল এনার্জি সংস্থার আইপিও নিয়ে এসেছিল। ২০১৯ সালের অগাস্ট মাসে যে সংস্থার আইপিও বাজারে আসে, পরে সেই সংস্থাই কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সাপুরজী পালোনজী গ্রুপের তাই মাত্র দুটি শেয়ারই বাজারে তালিকাভুক্ত রয়েছে।


ইনফ্রাস্ট্রাকচার বিভাগে অতি পরিচিত নাম এই সংস্থার


মেরিন, আরবান ডেভেলপমেন্ট, হাইড্রো এবং আন্ডারগ্রাউন্ড এবং অয়েল-গ্যাস সেক্টরে বহু বড় বড় প্রজেক্ট করে ফেলেছে এই সাপুরজী পালোনজী গ্রুপ। ফলে  ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে একটি পরিচিত নাম এই অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার। এই সংস্থার অর্ডার বুকও প্রতি বছর ৭.৯ শতাংশ হারে বেড়ে চলেছে। ২০২১ সালে এই সংস্থার কাছে অর্ডার ছিল ২৬ হাজার ২৫০ কোটি টাকার, ২০২৩ সালে এই অঙ্কটি পৌঁছে যায় ৩০ হাজার ৪০৫.৭৭ কোটি টাকায়। সংস্থার রেভিনিউ ২০২২-২৩ অর্থবর্ষের থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪.৬৯ শতাংশ বেড়ে হয়েছে ১২ হাজার ৬৩৭ কোটি টাকা। সংস্থার মুনাফাও বেড়েছে একই হারে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Hero Bikes: ১০ হাজার টাকা সস্তায় পাবেন হিরোর এই বাইক, ৪ সেকেন্ডেই ৬০ কিমি গতি তুলবে এই মডেল