Bike News: হিরো মোটোকর্প সম্প্রতি একটি নতুন মডেল নিয়ে এসেছে ভারতের বাজারে। হিরোর এক্সট্রিম ১৬০ আর ৪ভি মডেলে যে ধরনের বদল আনা হয়েছিল, এখন সেই একইভাবে হিরো এক্সট্রিম ১৬০ আর ২ভি মডেলেও বদল আনা হয়েছে। হিরো এক্সট্রিমের (Hero Bikes) নতুন এই মডেলের দাম কলকাতায় রাখা হয়েছে ১.১১ লক্ষ টাকা। আগের মডেলের (Hero Xtreme 160R 2V) থেকে ১০ টাকা সস্তায় পাবেন এই নতুন বাইক।
হিরোর এই বাইকে অত্যাধুনিক ফিচার্স থাকছে
হিরো মোটোকর্প সম্প্রতি বাজারে নিয়ে এসেছে হিরো এক্সট্রিম ১৬০ আর ২ভি, এর আগের মডেলের থেকে এই নতুন বাইকে বেশ কিছু বদল এসেছে। এই বাইকের রিয়ারে ড্রাম ব্রেক লাগানো হয়েছে। এর সঙ্গে সিঙ্গল চ্যানেল এবিএস ইনস্টল করা হয়েছে। এই বাইকে একটা সিঙ্গল সিট রয়েছে। হিরো জানিয়েছে এই নতুন ধরনের সিটের ডিজাইন এখন আরও বেশি আরাম দেবে চালক ও আরোহীকে। আগের মডেলের থেকে এই মডেলের সিটের উচ্চতাও অনেকটা কমানো হয়েছে।
হিরো এক্সট্রিম ১৬০ আর ২ভি এখন নতুন ও অত্যাধুনিক ফিচার্স এসেছে ৪ভি মডেলের তুলনায়। এর মধ্যে রয়েছে নতুন ডিজাইন, আপডেটেড টেইল লাইট, আরও উন্নত মানের টেকনিক্যাল ফিচার্স। এই মডেলটিকে হিরো নিয়ে এসেছে শুধুমাত্র কালো রঙে, নতুন টেইললাইটও ব্যবহার করা হয়েছে এই বাইকে।
হিরো বাইকের কী বিশেষত্ব
হিরো মোটোকর্প দাবি করে যে এই বাইকের গতি মাত্র ৪.৭ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ৬০ কিমিতে উঠতে পারে। এই বাইকের নয়া সংস্করণে শুধু স্টিলথ ব্ল্যাক রঙ দেখা যাচ্ছে। এই বাইক শুধু সিঙ্গল ব্রেক ভ্যারিয়ান্টে পাওয়া যাবে। বাইকের ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ২৭৬ মিমি পেডাল। তবে অন্যদিকে রিয়ার ব্রেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ২২০ মিমি পেডাল, ১৩০ মিমির পেডাল ড্রাম।
হিরো এক্সট্রিমের এই নতুন বাইকের পাওয়ারট্রেন
হিরো এক্সট্রিম ১৬০ আর ৪ভির তুলনায় এই ২ভি নতুন মডেলে পাওয়ারট্রেনের কোনও অদল-বদল হয়নি। এই বাইকের নতুন ইঞ্জিন এয়ার-কুলড, ১৬৩.২ সিসি, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ১৫ এইচপি পাওয়ার দেবে ৮৫০০ আরপিএমে এবং ১৪ এনএম টর্ক দেবে ৬৫০০ আরপিএমে।
আরও পড়ুন: BSE Share Price: এক মাসে ২৪ শতাংশের বেশি রিটার্ন, আরও বাড়বে এই মাল্টিব্যাগার শেয়ারের দাম ?
Car loan Information:
Calculate Car Loan EMI